ভিডিও রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৭ ডিসেম্বর, ২০২৫, ০৪:০৩ দুপুর

রীনা-কিরণ-গৌরীকে নিয়ে অকপট আমির খান

রীনা-কিরণ-গৌরীকে নিয়ে অকপট আমির খান, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : প্রথমে ভালোবেসে রিনা দত্তকে বিয়ে করেছিলেন, একটা সময় পর গিয়ে আলাদা হয়ে যান। এরপর বিয়ে করে কিরণ রাওকে। আমির খানের সে বিয়েও টেকেনি। কিরণের সঙ্গে তার বিচ্ছেদের ঘটনা চমকে দিয়েছিল সবাইকে। এরপর হাঁটুর বয়সী নায়িকা ফাতিমা সানা শেখের সঙ্গে আমিরের প্রেমচর্চা ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। সময়ের সঙ্গে সেই জল্পনার রেশ কাটতেই ফের আমিরি ধামাকা। অভিনেতা সামনে আনেন নিজের প্রেমিকা গৌরী স্প্র্যাটকে। দুই বছরেরও বেশি সময় ধরে সম্পর্কে রয়েছেন আমির-গৌরী।

হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিট ২০২৫-এ উপস্থিত হয়ে অভিনেতা তার প্রেম জীবন সম্পর্কে খোলামেলা কথা বললেন। শুধু গৌরী নয়, তার দুই প্রাক্তন স্ত্রী কিরণ রাও এবং রীনা দত্তকে নিয়েও অকপট আমির। আলাপচারিতায় আমির তার প্রাক্তন স্ত্রীদের সঙ্গে আন্তরিক সম্পর্ক বজায় রাখার কথা জানান এবং বলেন, এটা প্রমাণ করে যে আমরা ভালো মানুষ। রিনা একজন অসাধারণ মানুষ। আমরা স্বামী এবং স্ত্রী হিসাবে আলাদা হয়ে গিয়েছিলাম, তবে এর অর্থ এই নয় যে আমরা মানুষ হিসাবে আলাদা হয়ে গিয়েছিলাম। আমার হৃদয়ে তার প্রতি অনেক ভালোবাসা ও শ্রদ্ধা রয়েছে। আমি তার সঙ্গে বড় হয়েছি; তিনি একজন চমৎকার মানুষ। আমরা যখন আলাদা হয়ে গেলাম, তখন আমরা মানুষ হিসেবে আলাদা হইনি। কিরণের ক্ষেত্রেও একই অবস্থা। তিনি একজন আশ্চর্যজনক ব্যক্তি এবং আমরা স্বামী এবং স্ত্রী হিসাবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি, তবে আমরা পরিবার। রিনা, তার বাবা-মা, কিরণ এবং তার বাবা-মা এবং আমার বাবা-মা, আমরা সবাই আসলে একটি পরিবার। 

দুই বিচ্ছেদের পর আবারও প্রেম খুঁজে পান আমির। চলতি বছরের শুরুতে নিজের ৬০তম জন্মদিনে প্রেমিকা গৌরীর সঙ্গে মিডিয়ার পরিচয় করিয়ে দিয়েছিলেন। তিনি আবার সম্পর্কে জড়িয়ে পড়বেন বলে ভেবেছিলেন কিনা এই ব্যাপারে জানতে চাওয়া হলে তখন আমির বলেন, না, আমি ভাবিনি। আমি এমন একটি পর্যায়ে পৌঁছেছিলাম যেখানে আমি ভেবেছিলাম যে আমি সম্ভবত এমন কাউকে খুঁজে পাব না যে আমার সঙ্গী হতে পারে। আমি এটা আশা করিনি। গৌরী আমার জীবনে স্থিরতা নিয়ে এসেছে। তিনি সত্যিই একজন আশ্চর্যজনক ব্যক্তি এবং আমি তার সাথে দেখা করতে পেরে খুব ভাগ্যবান। আমি খুব সৌভাগ্যবান যে আমার বিয়ে না টিকলেও আমার জীবনে আমি রীনা, কিরণ এবং এখন গৌরীর সাথে দেখা করতে পেরেছি, আমি খুব খুশি। ব্যক্তি হিসাবে আমার জন্য খুব বড় অবদান রেখেছে তারা এবং আমি তাদের বিভিন্ন উপায়ে দেখি।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রীনা-কিরণ-গৌরীকে নিয়ে অকপট আমির খান

স্কালোনির কাছে ক্ষমা চাইলেন ফিফা সভাপতি

নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.২৯ শতাংশ

চীনের বিরুদ্ধে জাপানের বিমানকে এফসি রাডারের নিশানার অভিযোগ

ট্রুডোর সঙ্গে কেটি পেরির ঘনিষ্ঠ ছবি প্রকাশ, নেটপাড়ায় তোলপাড়

এক বছরে টি-টোয়েন্টিতে ৮ সিরিজে ৫টি জয়, যা বললেন সালাউদ্দিন