রংপুরের তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতিকে গলা কেটে হত্যা
তারাগঞ্জ ও রংপুর প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের রহিমাপুর চাকলা গ্রামে মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র বর্ম্মন (৭০) ও তার স্ত্রী সুবর্না রানীকে (৬৫) জবাই করে নৃশংসভাবে হত্যা করেছে দুবৃর্ত্তরা। আজ রোববার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তারাগঞ্জ থানার পুলিশ নিজ ঘর থেকে তাদের জবাই করা লাশ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন তারাগঞ্জ থানার ওসি ফারুখ আহাম্মেদ।
তারাগঞ্জ উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক পাপন দত্ত জানান, নিহত মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র বর্ম্মন ও তার স্ত্রী সুবর্না রানীকে শনিবার রাতের যেকোন সময় দুবৃর্ত্তরা ঘরে ঢুকে জবাই করে হত্যা করে। তিনি খবর পেয়ে ঘটনা স্থলে গিয়েছিলেন।মুক্তিযোদ্ধা দম্পতির বাড়ির কাজের লোক দিপক রায় জানান, তিনি দীর্ঘদিন থেকে তাদের বাড়িতে কাজ করে আসছেন। প্রতিদিনের মত আজ রোববার সকালে বাড়িতে এসে গেটের সামনে ডাকলে কোন সাড়াশব্দ না পেলে গ্রামের স্থানীয় কয়েকজন মই দিয় বাড়ির ভিতরে প্রবেশ করে তাদের গলাকাটা লাশ দেখতে পান।খবর পেয়ে তারাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়
আরও পড়ুনজানা গেছে, নিহত মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র বর্ম্মন স্থানীয় চাকলা প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন। তিনি ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাও ছিলেন। কিন্তু করা কী কারণে তাদের হত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। ওই দম্পতির দুই ছেলে সুবেন চন্দ্র রায় এএসআই হিসেবে জয়পুরহাটে ও ছোট ছেলে রাজেশ খান্না রায় ঢাকায় পুলিশে কর্মরত রয়েছেন। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তারাগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মোনাববর হোসেন ও থানার এসআই ছাইযুম হোসেন।
মন্তব্য করুন









