বগুড়ায় ছাত্র শিবিরের সুধি সমাবেশ অনুষ্ঠিত
বগুড়া শহর ছাত্রশিবিরের সুিধ সমাবেশ আজ শুক্রবার (১৪ নভেম্বর) সকালে শহরের জামিলনগরে অনুষ্ঠিত হয়। শহর শাখার সভাপতি হাবিবুল্লাহ খন্দকারের সভাপতিত্বে এবং শহর সেক্রেটারী শফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বগুড়া শহর জামায়াতের আমীর ও বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।
শহর সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ, শহর শাখার সাবেক সভাপতি দেলাওয়ার হোসেন সাঈদী, রফিকুল ইসলাম, অধ্যাপক আব্দুল হান্নান, প্রফেসর আবুল হাশেম, মাহবুবুর রহমান, নাজির আহম্মেদ, ব্যাংকার আনিছুর রহমান, আব্দুস সাত্তার, মতিয়ার রহমান, আবু হানজালা প্রমুখ বক্তব্য রাখেন।
আরও পড়ুনসমাবেশে শহর শিবিরের সভাপতি হাবিবুল্লাহ খন্দকার বলেন, ছাত্রশিবির একটি আদর্শ সমাজ তৈরীতে কাজ করে যাচ্ছে। ছাত্রশিবির ছাত্র বান্ধব ক্যাম্পাস ও মাদক মুক্ত পরিবেশ তৈরী করবে। সকল ছাত্ররা আদর্শবান হয়ে দেশ জাতি গঠনে কাজ করবে ইনশাআল্লাহ।
মন্তব্য করুন








