বগুড়ার কাহালুতে ট্রাক চাপায় চার্জার ভ্যানের আরোহী নিহত
কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলার কাহালু উপজেলায় একটি অজ্ঞাতনামা ট্রাকের চাপায় আনোয়ারুল(৩৫) নামের এক চার্জার ভ্যানের আরোহী নিহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার(১৪ নভেম্বর )ভোর আনুমানিক সাড়ে ৫ টার সময় কাহালু উপজেলার মালঞ্চা আজিজুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের সামনে বগুড়া ভায়া রানীর হাট-দুর্গাপুর সড়কের উপরে।
নিহত আনোয়ারুল উপজেলার মালঞ্চা ইউনিয়নের বিশাবড়গাছা (চুনাগাড়ী)গ্রামের মৃত-মো. আবুল হোসেনের ছেলে।
আরও পড়ুনজানা গেছে,পাখি শিকারী নিহত আনোয়ারুল পাখি শিকার করার জন্য একটি চার্জার ভ্যানে চড়ে দুর্গাপুর বাজারের দিকে যাবার সময় উ়ল্লেখিত স্থানে পৌঁছিলে পিছন দিক থেকে আসা অজ্ঞাতনামা একটি ট্রাক ভ্যনটিকে চাপা দিলে ভ্যানের আরোহি আনোয়ারুল ঘটনাস্থলেই মারা যায়।
কাহালু থানার এস.আই জসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ বিষয়ে কাহালু থানায় সড়ক দুর্ঘটনা আইনের একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1763101579.jpg)

_medium_1763051889.jpg)
_medium_1763051300.jpg)
_medium_1763049843.jpg)

_medium_1763050587.jpg)
_medium_1763047815.jpg)
_medium_1763052938.jpg)
