ভিডিও বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২

প্রকাশ : ১২ নভেম্বর, ২০২৫, ১০:১৫ রাত

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে চাপা ক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে চাপা ক্ষোভ

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে সাবেক সাংসদ আলহাজ আমিনুল ইসলামকে পুনরায় দলীয় মনোনয়ন দেয়ায় অন্য মনোনয়ন প্রত্যাশীসহ দলের বৃহত্তর অংশের নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। দলের এ সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তারা।

এদিকে, পদ্মা নদীর পানির নায্য হিস্যার দাবিতে জেলায় চলমান বিএনপির সমাবেশের অংশ হিসেবে আজ বুধবার গোমস্তাপুর উপজেলায় জেলার ৩ দলীয় মনোনয়ন পাওয়া সাবেক সাংসদ আয়োজিত সমাবেশে দলের একটি বৃহত্তর অংশের নেতাকর্মীদের আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে গোমস্তাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোয়াজ্জেম হোসেন জানান, দলীয় মনোনয়ন পাওয়ার এক সপ্তাহ পরও সাবেক সাংসদ আলহাজ আমিনুল ইসলাম আমাদের সাথে কোন যোগাযোগ করেনি। এমনকি দলের ব্যানারে যে সমাবেশ হবে এ বিষয়েও কিছু অবহিত করেননি।

আরও পড়ুন

দলীয় মনোনয়ন নিয়ে এ আসনের বিএনপির অন্যতম মনোনয়ন প্রত্যাশী গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তারিক আহমেদ জানান, এটি দলের প্রাথমিক মনোনয়ন। দলের দুঃসময়ে যারা মাঠে ছিলেন তাদের মূল্যায়ন করা হয়নি। এ বিষয়ে দলের সর্বোচ্চ পর্যায়ে আপিল করবো। অপর মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম তুহিন বলেন, দলের সিন্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছি।

এ আসনে অন্যতম মনোনয়ন প্রত্যাশী চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সভাপতি আসাদুল্লাহ আহমদ জানান, এ মনোনয়নে এলাকার নেতাকর্মীদের মধ্যে কোন আনন্দ নেই। হতাশায় ভুগছে নেতাকর্মীরা। এ বিষয়ে বিএনপির মনোনয়ন পাওয়া সাবেক সাংসদ আলহাজ আমিনুল ইসলাম জানান, আমরা সবার সাথে যোগাযোগ অব্যাহত রেখেছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে চাপা ক্ষোভ

সস্তা প্লাস্টিকের খেলনা কিনে অভিভাবকরা শিশুদের হাতে তুলে দিচ্ছে বিষ

বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষক আব্দুর রউফের মৃত্যু

মাদারীপুর বাস টার্মিনালে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ

ঢাবির টিএসসিতে দুটি ককটেল বিস্ফোরণ

মুক্তি পেল ‘ট্রায়াল অব জুলাই ম্যাসাকার’ প্রামাণ্যচিত্র