ভিডিও বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২

প্রকাশ : ১২ নভেম্বর, ২০২৫, ০৯:৩৪ রাত

গোপালগঞ্জে আলোচিত শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

গোপালগঞ্জে আলোচিত শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

গোপালগঞ্জের আলোচিত তিন বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি রোহান মোল্যাকে (১৫) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ বুধবার (১২ নভেম্বর) দুপুরে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানাধীন তারাবো বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।\

গ্রেপ্তারকৃত রোহান গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের শশাবাড়িয়া গ্রামের মাসুদ মোল্যার ছেলে।

আরও পড়ুন

র‍্যাব-৬ ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপালগঞ্জের আলোচিত তিন বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি রোহান মোল্যা নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানাধীন তারাবো বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করছে এমন গোপন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত রোহানকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৪ নভেম্বর সকালে সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের শষাবাড়ী গ্রামের শাওন শেখের মেয়ে দোকান থেকে বাড়ি ফেরার পথে মাসুদ মোল্লার ছেলে রোহান (১৫) মোল্লা তাকে ডেকে ঘরের ভেতর নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে তার মা ছুটে আসলে ধর্ষক রোহান পালিয়ে যায়। এরপর শিশুটির পরিবার আহত অবস্থায় তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ওই দিন বিকেলে শিশুটির বাবা বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে আলোচিত শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

এক গানেই ইতিহাস হয়ে রইলেন নিশীতা

পটুয়াখালীতে বড়শিতে ধরা পড়লো ৩৭ কেজির কালো পোয়া

বগুড়ায় জাল নোটসহ তিন কিশোর আটক

গোয়ালন্দে পদ্মা নদীর এক কাতলার দাম ৫৫ হাজার টাকা

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের ৪৫ নেতাকর্মী গ্রেফতার