প্রকাশ : ১২ নভেম্বর, ২০২৫, ০৮:৩৮ রাত
আয়কর নিয়ে আইনি লড়াইয়ে জয় পেলেন ঐশ্বরিয়া
বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায়।
২০২৩-২০২৪ আর্থিক বছরের করযুদ্ধে জয় পেয়েছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায়। ইনকাম ট্যাক্স ফাইলে অভিনেত্রীর দাখিল করা আয়ে ভারতের আয়কর দফতর অসন্তুষ্ট প্রকাশ করলে আইনি লড়াইয়ে জড়ান অভিনেত্রী। সম্প্রতি অনুষ্ঠিত হওয়া শুনানিতে নায়িকার পক্ষে রায় ঘোষণা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৩-২০২৪ আর্থিক বছরে ঐশ্বরিয়া তার ইনকাম ট্যাক্স ফাইলে আয় দেখান ৩৯.৩৩ কোটি রুপি। এর মধ্যে ইনভেস্টমেন্ট থেকে তার আয় হওয়া ২.১৪ কোটি টাকাও অন্তর্ভুক্ত ছিল। নিজের ফাইলিংয়ে ৪৯.০৮ লাখ রুপি ভলানটারি ডিসঅ্যালওয়েন্সও ডিক্লেয়ার করেছিলেন তিনি।
এ আয়কর রিটার্নের আপত্তি জানিয়ে অভিনেত্রীকে নোটিশ পাঠায় আয়কর দফতর। নোটিসে ট্যাক্স অ্যাসেসিং অফিসার (AO) ডিসঅ্যালাওয়েন্সের ক্যালকুলেশন করেছিলেন ৪.৬০ কোটি রুপি। এর জেরে ঐশ্বরিয়ার অ্যাসেসড ইনকাম বেড়ে হয় ৪৩.৪৪ কোটি রুপি।
এরপর নিজের দাখিল করা ইনকাম ট্যাক্স ফাইলের পক্ষে ট্যাক্স অ্যাসেসিং অফিসারকে যুক্তি দেখান ঐশ্বরিয়া। কিন্তু সে যুক্তি অফিসার খারিজ করে দেন। তাই বাধ্য হয়ে ইনকাম ট্যাক্স অ্যাপেলেট ট্রাইব্যুনালে (ITAT)-এ আবেদন করেন অভিনেত্রী।
সম্প্রতি সে আবেদনের শুনানি সম্পন্ন হয়েছে। এতে ঐশ্বরিয়ার আয়কর জমা সংক্রান্ত দাবিই মান্যতা পেয়েছে। আইট্যাট জানিয়েছে, ঐশ্বরিয়ার বিনিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য খতিয়ে না দেখেই তা খারিজ করেছেন অ্যাসেসিং অফিসার।
বর্তমানে অভিনয়ে ব্যস্ততা কমিয়ে দিয়েছেন ঐশ্বরিয়া রায়। তবে অভিনয়ে ব্যস্ততা কমিয়ে দিলেও বিভিন্ন ব্যান্ডের মডেল ও আন্তর্জাতিক চলচ্চিত্রের বড় বড় ইভেন্টে প্রায়ই হাজির হন এ বিশ্বসুন্দরী।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1762955220.jpg)





