ভিডিও বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২

প্রকাশ : ১২ নভেম্বর, ২০২৫, ০৮:১৯ রাত

নারী কাবাডি বিশ্বকাপে রেফারি  হিসেবে মনোনয়ন পেয়েছেন ফুলবাড়ীর মোহাম্মদ আলী

নারী কাবাডি বিশ্বকাপে রেফারি  হিসেবে মনোনয়ন পেয়েছেন ফুলবাড়ীর মোহাম্মদ আলী

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপে রেফারি হিসেবে মনোনয়ন পেয়েছেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সৈয়দ মোহাম্মদ আলী। তিনি ফুলবাড়ী উপজেলার বেতদিঘী ইউনিয়নের মৃত সৈয়দ আবুল খায়ারের ছেলে। এরআগে গত রোববার বাংলাদেশ কাবাডি ফেডারেশনের রেফারিজ কমিটির কোষাধ্যক্ষ ও সদস্য-সচিব মো. মনির হোসেন সাক্ষরিত এক চিঠিতে তাকে এই মনোনয়নের তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, আগামী ১৫-২৫ নভেম্বর পর্যন্ত '২য় নারী কাবাডি বিশ্বকাপ-২০২৫' ঢাকা মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বিশ্বকাপ সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার নিমিত্ত শরীরচর্চা শিক্ষক সৈয়দ মোহাম্মাদ আলীকে টেকনিক্যাল অফিসিয়াল হিসেবে বাংলাদেশ কাবাডি ফেডারেশন থেকে মনোনীত করা হয়েছে।

এমতাবস্থায় সৈয়দ মোহাম্মাদ আলীকে ১৪ নভেম্বরের মধ্যে বাংলাদেশ কাবাডি ফেডারেশন, ঢাকায় রিপোর্ট করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। জানা যায়, সৈয়দ মোহাম্মদ আলী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ) থেকে বিএসএস, এমএসএস এবং উত্তরা ইউনিভার্সিটি থেকে বিপিএড, এমপিএড সম্পন্ন করেছেন। বর্তমানে পার্বতিপুর উপজেলার ভবানীপুর ডিগ্রি কলেজের শরীর চর্চার শিক্ষক হিসেবে কর্তরত রয়েছেন।

উদীয়মান রেফারি হিসেবে ক্রীড়া ক্ষেত্রে তার নিষ্ঠা, দক্ষতা ও দীর্ঘদিনের অভিজ্ঞতার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ কাবাডি ফেডারেশন তাকে এ গৌরবময় দায়িত্ব প্রদান করেছেন। দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপে অংশগ্রহণ করছে ভারত, আর্জেন্টিনা, চাইনিজ তাইপে, ইরান, কেনিয়া, নেপাল, পোল্যান্ড, থাইল্যান্ড, উগান্ডা, জার্মানি, জাঞ্জিবার।

আরও পড়ুন

ভবানীপুর ডিগ্রী কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ সমরেশ চন্দ্র দাস বলেন, সৈয়দ মোহাম্মদ আলী এরআগে আন্তঃইউনিভার্সিটি, আন্তঃজেলা ও জাতীয় পর্যায়ে বহু খেলার রেফারি হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া চলতি বছরের ১৮ ফেব্রয়ারি তারুণ্যের উৎসব কাবাডি প্রতিযোগিতায় সেরা পাঁচ রেফারির মধ্যে একজন হয়েছেন। বিশ্বকাপ পর্যায়ে তার মনোনয়ন পাওয়া দিনাজপুরসহ পুরো উত্তরাঞ্চলের জন্য একটি গর্বের বিষয়।

রেফারি সৈয়দ মোহাম্মদ আলী জানান জানান, আন্তর্জাতিক মানের খেলায় রেফারি হিসেবে কাজ করার সুযোগ পেয়ে সম্মানিত বোধ করছি। এটি আমার জন্য যেমন চ্যালেঞ্জ, তেমনি আনন্দের। তবে এসব কিছু করার সুযোগ হয়েছে আমার কলেজের সভাপতি ও অধ্যক্ষের সহযোগিতায়। সকলের কাছে দোয়া চাই। তার এই অর্জনে স্থানীয় ক্রীড়া মহল, শিক্ষক, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী কাবাডি বিশ্বকাপে রেফারি  হিসেবে মনোনয়ন পেয়েছেন ফুলবাড়ীর মোহাম্মদ আলী

ভিসা জটিলতায় এশিয়া কাপের বিমান মিস ৩ ক্রিকেটারের

সেন্টমার্টিনে দুই ট্রলারসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

বিপিএল নিলামের আগে দল পেয়েছেন যেসব ক্রিকেটার

সিরাজগঞ্জে ৭৮ বোতল ফেনসিডিলসহ ২ জন গ্রেফতার

নির্বাচন বানচালে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: নুর