ভিডিও বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২

প্রকাশ : ১২ নভেম্বর, ২০২৫, ০৬:৪৯ বিকাল

কাল আসছে ‘কনা’তে ফুয়াদ ফিচারিং কনা’র ‘ভিতরও বাহিরে’

গায়িকা দিলশাদ নাহার কণা।

অভি মঈনুদ্দীন : কয়েকদিন আগেই চলতি বছরের সিনেমার অন্যতম জনপ্রিয় গান ‘কন্যা’ গানের জন্য শ্রেষ্ঠ গায়িকার পুরস্কারে ভূষিত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়িকা দিলশাদ নাহার কণা। বিসিআরএ’ আয়োজিত সম্মাননা অনুষ্ঠানে ‘কন্যা’ গানের জন্যই কনা পেলেন শ্রেষ্ঠ গায়িকার পুরস্কার।

‘কন্যা’র গানের জন্য এই পুরস্কারপ্রাপ্তিতে উচ্ছ্বসিত কণা অ্যাওয়ার্ড হাতে নিয়ে নিজের ফেসবুক ওয়ালে ভালোলাগা নিয়ে ছবিও শেয়ার করেছেন। অর্থাৎ একজন শিল্পী যখন নিজের একটি ভালো গানের জন্য শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পান তখন সেই ভালোলাগা সবার সাথেই শেয়ার করতে চান। কনাও ঠিক তাই করেছেন।

এরইমধ্যে কনা নতুন একটি গান নিয়ে আসছেন আগামী ১৩ নভেম্বর। সেদিন ইউটিউবে প্রকাশ পাবে কনার কন্ঠে ফুয়াদ ফিচারিং ‘ভিতরও বাহিরে’ শিরোনামের একটি গান। কনা এই সময়ের অন্যতম আলোচিত শিল্পী। বিশেষত সিনেমার গান দিয়ে তিনি বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে শিল্পীদের মধ্যে তিনি আলোচনার শীর্ষে রয়েছেন। বিশেষত ‘দুষ্টু কোকিল’ গানটি সুপার হিট হবার পর তার স্টেজ শোও বেড়ে গেছেন অনেক। ঢাকা, ঢাকার বাইরে, দেশের বাইরে স্টেজ শো নিয়ে তার রয়েছে ভীষণ ব্যস্ততা। কিন্তু তারপরও কণা তার নিজের মৌলিক গান প্রকাশ থেকে দূরে নন। নাটকের গানও যেমন গাইছেন, আধুনিক গানও গাইছেন। সেই ধারাবাহিকতায় আগামীকাল ‘কনা’ চ্যানেলে প্রকাশ পেতে যাচ্ছে ফুয়াদ ফিচারিং কনার কন্ঠে ‘ভিতরও বাহিরে’ শিরোনামের গানটি।

আরও পড়ুন

গানটি নিয়ে ভীষণ প্রত্যাশা রেখে কনা বলেন,‘ শুরুতেই ধন্যবাদ জানাই বিসিআরএ ও দুলাল খান ভাইকে-আমাকে কন্যা গানের জন্য শ্রেষ্ঠ সঙ্গীতশিল্পী হিসেবে সম্মানীত করার জন্য। কন্যা গানটি শ্রোতা দর্শকের মতে এই বছরের অন্যতম একটি হিট গান। এই গানে আমার সহশিল্পী ছিলো ইমরান। গানটি সবার মাঝে ভীষণ ভালোলাগার সৃষ্টি করেছিলো। গানটি প্রকাশের সাথে সাথেই আলোচনায় চলে এসেছিলো। সত্যি বলতে কী কোনো শিল্পীর গান যখন সবার মাঝে ভালোলাগার সৃষ্টি করে, কোনো গান যখন দেশের আনাচে কানাচে পৌঁছে যায় তখন শিল্পীর নিজের মাঝেও ভীষণ ভালোলাগা কাজ করে। দুষ্টু কোকিলের পর কন্যা’র ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। তাই কন্যা’র জন্য পুরস্কৃত হয়ে ভালোলাগছে। আর যথারীতি আমার নতুন গান ভিতরও বাহিরে নিয়ে ভীষণ প্রত্যাশা। কারণ গানের কথা ও সুর সঙ্গীত এক কথায় সবার মন ছুঁয়ে যাবে। এই গানকে ঘিরেও আমার প্রত্যাশা অনেক। সবাইকে গানটি শোনার আহ্বান জানাই।’

ভিতরও বাহিরে’ গানটি লিখেছেন আবদার রহমান। এর আগে ফুয়াদের ফিচারিং-এ কনার দ্বিতীয় অ্যালবাম প্রকাশ পায়। ফুয়াদের ফিচারিং-এ কনা বেশকিছু সিনেমাতেও গান গেয়েছেন, জিঙ্গেলেও (বিজ্ঞাপনে ব্যবহৃত গান) ভয়েজ দিয়েছেন। আগামী ১৩ নভেম্বর ঘাটাইল ক্যান্টনম্যান্ট-এ এবং পরবর্তীতে ঢাকাকে আগামী ১৪, ২৩ ও ২৬ নভেম্বর ঢাকাতে স্টেজ শোতে সঙ্গীত পরিবেশন করবেন কনা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাল আসছে ‘কনা’তে ফুয়াদ ফিচারিং কনা’র ‘ভিতরও বাহিরে’

বগুড়ায় খোকন হত্যা মামলায় তদন্তেপ্রাপ্ত আসামি ইমরান গ্রেফতার, বার্মিজ চাকু উদ্ধার

জয়-মুমিনুলের ব্যাটে বাংলাদেশের দাপুটে দিন

যুক্তরাষ্ট্রে বাউল সম্রাট স্মরণে অনুষ্ঠানের উপস্থাপনায় শান্তা জাহান

রেলপথ ও স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ

মাদারীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার