যুক্তরাষ্ট্রে বাউল সম্রাট স্মরণে অনুষ্ঠানের উপস্থাপনায় শান্তা জাহান
অভি মঈনুদ্দীন ঃ বাউল সম্রাট শাহ আবদুল করিম বাংলাদেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী, সুরকার, গীতিকার ও সঙ্গীত শিক্ষক। তিনি বাউল সঙ্গীতকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। কর্মজীবনে তিনি পাঁচশো-এর উপরে সংগীত রচনা করেছেন। বাংলা লোক সঙ্গীতে তাঁকে বাউল সম্রাট হিসাবে সম্বোধন করা হয়। তিনি বাংলা সঙ্গীতে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক ২০০১ সালে একুশে পদক পুরস্কারে ভূষিত হন।
বাংলা একাডেমি তার দশটি গানের ইংরেজি অনুবাদ প্রকাশ করে। শাককু মজিদ তাকে নিয়ে নির্মাণ করেছেন ‘ভাটির পুরুষ’ নামে একটি প্রামাণ্য চিত্র।
এছাড়াও সুবচন নাট্য সংসদ তাকে নিয়ে শাকু মজিদের লেখা মহাজনের নাও নাটকের ৮৮টি প্রদর্শনী করেছে। ২০০৯ সালের ১২ই সেপ্টেম্বর বাউল সম্রাট শাহ আবদুল করিম মৃত্যু বরণ করেন। তার মৃত্যু বার্ষিকীতে যুক্তরাষ্ট্রের জ্যাকসন হাইটস-এ প্রতিবছরই নানান ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। যথারীতি এবারও তার মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে তাকে স্মরণ করে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। সাধারনত যুক্তরাষ্ট্রে বসবাসরত সিলেটিরাই এই অনুষ্ঠানের আয়োজন করে থাকেন।
এছাড়াও অন্যান্যরাও তার জন্মদিন, মৃত্যু বার্ষিকীতে অনুষ্ঠান করে থাকেন। যথারীতি এবারও তাই হচ্ছে। আর এবারের বাউল সম্রাট আব্দুল করিম স্মরণ অনুষ্ঠানে সিলেটের স্থানীয় কয়েকজন শিল্পী’সহ যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশের কয়েকজন শিল্পী সঙ্গীত পরিবেশন করবেন। আর এই অনুষ্ঠানের উপস্থাপনা করবেন সময়ের অন্যতম জনপ্রিয় উপস্থাপিকা শান্তা জাহান। তিনিই পুরো অনুষ্ঠানটির বিষয় নিশ্চিত করেছেন। অনুষ্ঠানে অংশগ্রহনের উদ্দেশ্যে আজ যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওয়ানা হবেন শান্তা জাহান।
আরও পড়ুনশান্তা জাহান বলেন,‘ ২০২৩ সালে আমি প্রথম বাংলাদেশ প্যারেড অনুষ্ঠানের উপস্থাপনা করতে যুক্তরাষ্ট্রে যাই। একই বছরে যথারীতি দুইবার যুক্তরাষ্ট্রে যাওয়া হয় আমার। এবারের যাওয়াটা আমার কাছে আরো অনেক বেশি সম্মানের মনে হচ্ছে। কারণ এবারের আয়োজন বাউল সম্রাট শাহ আব্দুল করিম স্মরনে। যদিও বাউল সম্রাট শাহ আব্দুল করিম সার্বজনীন, তারপরেও এই আয়োজনে সিলেট ভাইভটা বেশি পাবো। সিলেট যেমন আমার খুউব প্রিয় একটা স্থান, সেখানকার মানুষকেও আমার ভীষণ ভালোলাগে। আশা করছি এবারের অনুষ্ঠান আমার কাছে আরো স্মরনীয় হয়ে থাকবে। আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা। ইনশাআল্লাহ সবার সঙ্গে দেখা হবে।’
শান্তা জাহান জানান যুক্তরাষ্ট্রের অনুষ্ঠান শেষে তিনি কানাডা চলে যাবেন। সেখানে তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে আগামী ২৪ নভেম্বর দেশে ফিরবেন। দেশে ফিরেই আগামী ২৮ নভেম্বর একটি স্টেজ শো’তে উপস্থাপনা করবেন তিনি।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক









