ভিডিও বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২

প্রকাশ : ১২ নভেম্বর, ২০২৫, ০৫:১৭ বিকাল

পাবনার সুজানগরের চরাঞ্চলে মুড়িকাটা পেঁয়াজের বাম্পার ফলনের সম্ভাবনা

পাবনার সুজানগরের চরাঞ্চলে মুড়িকাটা পেঁয়াজের বাম্পার ফলনের সম্ভাবনা। ছবি : দৈনিক করতোয়া

সুজানগর (পাবনা) প্রতিনিধি : পাবনার সুজানগরের চরাঞ্চলের জমিতে আগাম আবাদ করা মুড়িকাটা পেঁয়াজের এবার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। বর্তমানে পেঁয়াজের বাজারও বেশ ভাল। এতে চাষিদের মুখে হাসি দেখা দিয়েছে।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, এ বছর উপজেলায় ১ হাজার ৬৭০ হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজ আবাদ করা হয়েছে। আগামী ১৫/২০দিনের মধ্যে পেঁয়াজ উঠানো শুরু হবে। স্থানীয় পেঁয়াজ চাষি মোতালেব হোসেন বলেন, উপজেলার অধিকাংশ হাট-বাজারে প্রতিমণ মৌসুমী পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩ হাজার ৮শ’ থেকে ৪ হাজার টাকা দরে।

বর্তমান এ বাজার অব্যাহত থাকলে মুড়িকাটা পেঁয়াজ চাষিরা বেশ লাভবান হবে। তবে বাজারে ধস নামলে চাষিদের লোকসান হবে। চরবিশ্বনাথপুর গ্রামের পেঁয়াজ চাষি মো. জিয়া বিশ্বাস বলেন, এ বছর ১ বিঘা জমিতে মুড়িকাটা পেঁয়াজ আবাদ করতে সার, বীজ ও শ্রমিকসহ খরচ হয়েছে ৭০ থেকে ৮০ হাজার টাকা। আর প্রতি বিঘা জমিতে পেঁয়াজ উৎপাদন হতে পারে ৫০/৫৫ মণ।

আরও পড়ুন

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আসাদুজ্জামান বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় গত বছরের চেয়ে এ বছর মুড়িকাটা পেঁয়াজের ফলন ভাল হওয়ার সম্ভাবনা রয়েছে। আশা করছি পেঁয়াজ চাষিরা বাজারও ভাল পাবেন। তবে বর্তমান বাজার কিছুটা হলেও হ্রাস পেতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের পার্বতীপুরে পুলিশি অভিযানে গ্রেফতার ৬

‘লকডাউন’ নিয়ে আতঙ্কের কিছু নেই: ডিবিপ্রধান

বিএনপি ১০০ বছর অপেক্ষা করলেও গণভোট ঠেকাতে পারবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

হাসপাতাল থেকে ছাড়া পেলেন গোবিন্দ

ইরাকের জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শেষ

নওগাঁর রাণীনগরে মাদকসেবীর কারাদণ্ড