ভিডিও বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২

প্রকাশ : ১২ নভেম্বর, ২০২৫, ০২:৫৫ দুপুর

সাদমানের সেঞ্চুরি মিস, ১০ বছরে সর্বোচ্চ ওপেনিং জুটি

সাদমানের সেঞ্চুরি মিস, ১০ বছরে সর্বোচ্চ ওপেনিং জুটি, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: ওপেনিং জুটিতে তামিম ইকবাল ও ইমরুল কায়েসের ব্যাটে বাংলাদেশ সর্বোচ্চ ৩১২ রানের রেকর্ড গড়েছিল ২০১৫ সালের এপ্রিলে। খুলনায় অনুষ্ঠিত সেই ম্যাচে প্রতিপক্ষ ছিল পাকিস্তান। এরপর ২০২২ সালে চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে তামিম ও মাহমুদুল হাসান জয় মিলে ১৬২ রান করেন। যা ছিল দ্বিতীয় সর্বোচ্চ। আজ জয়-সাদমানের মিলে ১৬৮ রান গত ১০ বছরে বাংলাদেশের সর্বোচ্চ উদ্বোধনী জুটি।সাদমান ফিরলেও, সেঞ্চুরির প্রত্যাশা নিয়ে ক্রিজে আছেন জয়। এই মুহূর্তে তিনি ৯০ এবং মুমিনুল হক ১৫ রানে অপরাজিত আছেন। 

দারুণ বোঝাপড়ায় বাংলাদেশের পুঁজিটা ক্রমশ বাড়িয়ে নিচ্ছিলেন দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। এমনকি গত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ ওপেনিং জুটিও গড়েন তারা। কিন্তু এরপর খুব বেশিদূর যাওয়া হলো না। সাদমান সেঞ্চুরি মিসের আক্ষেপ নিয়ে ফিরেছেন, আর ১৬৮ রানে ভাঙল বাংলাদেশের উদ্বোধনী জুটি। এর মধ্য দিয়ে ব্রেকথ্রু পেতে দীর্ঘ অপেক্ষারও অবসান হলো আয়ারল্যান্ডের।

আরও পড়ুন

বাঁ–হাতি আইরিশ স্পিনার ম্যাথু হামপ্রিসের কিছুটা বাইরের বল কাট করতে দেরি করে ফেলেছেন সাদমান। যা তার ব্যাট আলতো স্পর্শ নিয়ে উইকেটরক্ষক লরকান টাকারের হাতে ধরা পড়ে। আয়ারল্যান্ডের আবেদনে প্রথমে সাড়া দেননি আম্পায়ার। রিভিউ নিয়ে প্রথম সাফল্য পেল সফরকারীরা। ১০৪ বলে ৯ চার ও ১ ছক্কায় ৮০ রানে থামলেন সাদমান।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাদমানের সেঞ্চুরি মিস, ১০ বছরে সর্বোচ্চ ওপেনিং জুটি

মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ে হাসিনার সর্বোচ্চ সাজা চাইল প্রসিকিউশন

নভেম্বরের শেষ দিকে দেশে ফিরছেন তারেক রহমান: সালাহউদ্দিন 

আপনাদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী:  বিসিবি সভাপতি বুলবুল

১১৪ দিন চিকিৎসা শেষে বাড়ি ফিরল মাইলস্টোনের জমজ দুই বোন

যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা ৮ দলের