ভিডিও সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২

প্রকাশ : ০২ নভেম্বর, ২০২৫, ০৬:৫৬ বিকাল

এক মাসে সীমান্তে বিজিবি’র অভিযানে ২৭ লাখ ৪৪ হাজার টাকার মাদক উদ্ধার

এক মাসে সীমান্তে বিজিবি’র অভিযানে ২৭ লাখ ৪৪ হাজার টাকার মাদক উদ্ধার

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি’র দায়িত্বপূর্ণ সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে গত একমাসে ১ চোরাকারবারিসহ ২৭ লাখ ৪৪ হাজার ৬০ টাকার বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করেছে বিজিবি। গত ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ২০৮ বোতল বিদেশি মদ, ২৭ হাজার ৭৫৭ পিস ভারতীয় নেশা জাতীয় ট্যাবলেট, ১ হাজার ৩৯৮ পিস ইঞ্জেকশন, ১৯ বোতল ফেনসিডিল, ৬২ বোতল স্কফ সিরাপ, ৩০ প্যাকেট কীটনাশক, ২ হাজার ১৭৬ বোতল যৌন উত্তেজক সিরাপসহ বিভিন্ন প্রকার কসমেটিকস আটক করেন।

এছাড়া গত ১৬ অক্টোবর ব্যাটালিনের অধীনস্থ রুদ্রানী বিওপি অভিযান চালিয়ে ফুলবাড়ী উপজেলার রুদ্রানী গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী মো. হানিফ সরকার (৩৬) আটক করেন। গত শুক্রবার বড়গ্রাম সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৮৪ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার করেন। গত ৩১ অক্টোবর বনতাড়া সীমান্তে অভিযান চালিয়ে ২ হাজার ২৫ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেন। উদ্ধারকৃত পণ্যের মোট সিজার মূল্য ২৭ লাখ ৪৪ হাজার ৬০ টাকা।

আরও পড়ুন

ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধিনায়ক লে.কর্নেল জাবের বিন জব্বার জানান, দিনাজপুর সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। চোরাচালন প্রতিরোধে বিজিবি সদস্যরা সীমান্তে কঠোর নজরদারি বজায় রেখেছে। সেইসাথে টহল জোরদার করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের উলিপুরে ঝড়ে আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি

খুলনায় বিএনপি নেতার কার্যালয়ে বোমা হামলা-গুলি, নিহত ১

দিনাজপুরের গো-খাদ্য ধানের খড় যাচ্ছে দেশের বিভিন্ন জায়গায়

গাইবান্ধার পলাশবাড়ীতে আমন গাছে গোড়াপঁচা রোগ বালাইনাশকেও কাজ হচ্ছে না

প্রাকৃতিক দুর্যোগে লালমনিরহাটের কৃষকদের মাথায় হাত

খালেদা জিয়াকে দিনাজপুর সদরে প্রার্থী করার দাবিতে সমাবেশ