ভিডিও রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২

প্রকাশ : ০২ নভেম্বর, ২০২৫, ১০:১১ দুপুর

আন্তর্জাতিক টি-২০ থেকে বিদায় নিলেন কেইন উইলিয়ামসন

আন্তর্জাতিক টি-২০ থেকে বিদায় নিলেন কেইন উইলিয়ামসন, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন কিংবদন্তি ব্যাটার কেইন উইলিয়ামসন। এক বিজ্ঞপ্তিতে উইলিয়ামসনের অবসরের কথা নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।

অবসরের সিদ্ধান্ত প্রসঙ্গে উইলিয়ামসন বলেন, দীর্ঘ সময় ধরে এই ফরম্যাটের অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ। এটি অসাধারণ এক যাত্রা ছিল। এখন সময় এসেছে দলকে এগিয়ে নেয়ার নতুন অধ্যায় শুরু করার।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিদায় নিলেও উইলিয়ামসন ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন। নিউজিল্যান্ডের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ টি-টোয়েন্টি রান সংগ্রাহক উইলিয়ামসন। ৯৩ ম্যাচে তার রান ২৫৭৫, গড় ৩৩, ফিফটি ১৮টি এবং সর্বোচ্চ ইনিংস ৯৫।

আরও পড়ুন

২০১১ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া উইলিয়ামসন ৭৫ ম্যাচে ব্ল্যাকক্যাপসদের নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বে নিউজিল্যান্ড পৌঁছেছিল দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে (২০১৬ ও ২০২২) এবং একটি ফাইনালে (২০২১)।

এদিকে ওয়ানডে ও টেস্ট ক্যারিয়ার নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নেননি উইলিয়ামসন। ডিসেম্বরের ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে বর্তমানে টেস্ট প্রস্তুতিতেই মনোযোগী এই ব্যাটার বলেন, ব্ল্যাকক্যাপস আমার জীবনের বিশেষ একটি অংশ। এই দলের জন্য নিজের সবটুকু দিতে চাই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক টি-২০ থেকে বিদায় নিলেন কেইন উইলিয়ামসন

আজ ইনুর বিরুদ্ধে ‘ফরমাল চার্জ’ গঠনের আদেশ 

 তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে চলছে আপিলের টানা ৬ষ্ঠ দিনের শুনানি

ঢাবি শিক্ষককে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মশাল মিছিল

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মদসহ অন্যান্য পণ্য জব্দ

সংশয়ের কিছু নেই ফেব্রুয়ারি মাসেই নির্বাচন : ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন