সাঁতারে দেশ সেরা বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের তিন শিক্ষার্থী
৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে চমক দেখিয়েছে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি আয়োজিত এ প্রতিযোগিতায় প্রতিষ্ঠানটির তিনজন শিক্ষার্থী দেশের সেরাদের তালিকায় জায়গা করে নিয়েছে।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বড় (বালিকা) গ্রুপে ইসরাত জাহান বর্ষা চ্যাম্পিয়ন হয়েছে। মধ্যম (বালক) গ্রুপে রাইসুল ইসলাম রাহিদ চ্যাম্পিয়ন এবং মধ্যম (বালিকা) গ্রুপে মেহেজাবীন ইয়াসমিন রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।
আরও পড়ুনপ্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও অর্থ) মিজ রেহানা ইয়াছমিন।
মন্তব্য করুন










