সাগর-রুনি হত্যার বিচারসহ ২১ দফা দাবিতে জেইউবি’র বিক্ষোভ সমাবেশ
সাগর-রুনি হত্যাসহ দেশে সংঘটিত সকল সাংবাদিক হত্যার বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড গঠন, চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহাল এবং পেশাগত নিরাপত্তা নিশ্চিতসহ ২১ দফা দাবিতে সাংবাদিক ইউনিয়ন বগুড়া বিক্ষোভ সমাবেশ করেছে।
আজ শনিবার (১ নভেম্বর) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়া প্রেস ক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ করা হয়। সাংবাদিক ইউনিয়ন আয়োজিত সমাবেশে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত শতাধিক সাংবাদিক অংশ নেন। সমাবেশে বক্তারা বলেন, ২০১২ সালের ফেব্রুয়ারিতে আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যাকান্ডের চার্জশিট এখনও দিতে পারেনি পুলিশ।
দীর্ঘ ১৩ বছর ধরে বার বার সময় নেয়া হয়েছে, তদন্তের নামে প্রহসন হয়েছে। একটি রাষ্ট্রে সাংবাদিকেরা যদি ন্যায়বিচার না পান, তাহলে সাধারণ মানুষ নিরাপদ থাকবে কীভাবে? তাই সাংবাদিক সমাজ বিচারহীনতার সংস্কৃতি ভাঙতে কঠোর আন্দোলনের ঘোষণা দেন। সমাবেশে সাংবাদিক নেতারা আরও বলেন, দেশে ওয়েজ বোর্ড ঘোষণা হলেও বেশিরভাগ গণমাধ্যম বাস্তবায়ন করছে না।
মাঠেঘাটে সাংবাদিকরা ঝুঁকি নিয়ে কাজ করছেন। মাস শেষে ন্যায্য বেতন পান না। ওয়েজ বোর্ড বাস্তবায়ন হলে সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও জীবনমান উন্নত হবে। এছাড়া দ্রুত দশম ওয়েজ বোর্ড ঘোষণার দাবি করা হয়।
আরও পড়ুনসাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গনেশ দাসের সভাপতিত্ব সমাবেশে বক্তব্য রাখেন বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, বিএফইউজের সদস্য মীর্জা সেলিম রেজা, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক এসএম আবু সাঈদ, সাবেক সভাপতি সৈয়দ ফজলে রাব্বী ডলার, দপ্তর সম্পাদক সম্পাদক শামিম আহম্মেদ, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহিম, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সিনিয়র সদস্য আবুল কালাম আজাদ।
সাংবাদিক ইউনিয়ন বগুড়ার যুগ্ম সম্পাদক আব্দুল ওয়াদুদের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি মতিউল ইসলাম সাদী, সহ-সভাপতি আব্দুস সাত্তার, বগুড়া প্রেস ক্লাবের সহ-সভাপতি রাহাত রিটু, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, নির্বাহী সদস্য মাহফুজ মন্ডল, মোস্তফা মোঘল, জহুরুল ইসলাম, তোফাজ্জল হোসেন, ইকবাল হোসেন প্রমুখ।
মন্তব্য করুন










