ভিডিও রবিবার, ১২ অক্টোবর ২০২৫

বগুড়ার সারিয়াকান্দিতে ১৬ ঘণ্টা পর বাঙালি নদীতে ভেসে উঠল নিখোঁজ বৃদ্ধার মরদেহ

বগুড়ার সারিয়াকান্দিতে ১৬ ঘণ্টা পর বাঙালি নদীতে ভেসে উঠল নিখোঁজ বৃদ্ধার মরদেহ। প্রতীকী ছবি

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : সারিয়াকান্দির বাঙালি নদীতে গোসলে নেমে শিরি বেগম (৬৫) নামের একজন বৃদ্ধা গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে নিখোঁজ হন। ১৬ ঘণ্টা পর আজ শনিবার (১১ অক্টোবর) ভোর ৬টার দিকে তার লাশ বাঙালি নদীতে ভেসে ওঠে। শিরি উপজেলার নারচী ইউনিয়নের চর হরিণা গ্রামের মৃত আলতাফ মোল্লার স্ত্রী। বৃদ্ধাকে উদ্ধার করতে গতকাল শুক্রবার রাতে রাজশাহীর ডুবুরি দল বাঙালি নদীতে অভিযান পরিচালনা করে ব্যর্থ হয়।

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে শিরি বেগম গোসল করার জন্য বাঙালি নদীতে যান। গোসল করার একপর্যায়ে পা পিছলে তিনি গভীর পানিতে তলিয়ে যান। পরে আশেপাশের এলাকাবাসী তাকে অনেক খোঁজাখুঁজি করেও ব্যর্থ হন।

পরে তারা স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিস গতকাল শুক্রবার রাতেই বাঙালি নদীতে অভিযান পরিচালনা করে বৃদ্ধাকে উদ্ধার করতে পারেননি। পরে আজ শনিবার (১১ অক্টোবর) ভোর ৬টার দিকে বাঙালি নদীতে বৃদ্ধার লাশ ভেসে ওঠে। পরে স্থানীয়রা লাশটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

আরও পড়ুন

সারিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার লিডার সুজন মিয়া জানান, স্থানীয়দের ফোনকল পেয়ে বিকাল ৪টার দিকে তারা ঘটনাস্থলে যান। পরে নিখোঁজ বৃদ্ধাকে উদ্ধার করতে রাজশাহী ডুবুরি দলকে কল করা হয়।

রাজশাহী ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে ৮টার পর থেকে নিখোঁজ বৃদ্ধাকে উদ্ধারে অভিযান শুরু করে। গভীর রাত পর্যন্ত তারা বাঙালি নদীতে অভিযান পরিচালনা করে। সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিরুল ইসলাম বলেন, বাঙালি নদী থেকে উদ্ধার বৃদ্ধার মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে বসতবাড়িতে শোভা পাচ্ছে দৃষ্টিনন্দন ‘বাগান বিলাস’ ফুল

নওগাঁর মান্দায় রাস্তা নিয়ে মারধরে নারীসহ আহত ৪

গাইবান্ধার সুন্দরগঞ্জে সাবেক অধ্যক্ষের স্বাক্ষর জালিয়াতি করে কোটি টাকার নিয়োগ বাণিজ্য

চাঁদাবাজি দখলদারিত্ব সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে পঞ্চগড়ে এনসিপি’র লংমার্চ

নাটোরের সিংড়ায় চাঁদা না পেয়ে হামলার অভিযোগ

মহাস্থান ফুটওভার ব্রিজ দখলমুক্ত করতে পুলিশের অভিযান