গাইবান্ধার সাঘটায় মাদ্রাসার প্রধান শিক্ষকের ওপর হামলার অভিযোগ

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সাঘাটা উপজেলার শিমুলবাড়ী গ্রামে প্রতিপক্ষের হামলায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক মো. আব্দুল আলিম আহত হয়েছেন। মাদ্রাসার আধিপত্য নিয়ে কমিটির সভাপতির সাথে বিরোধের জেরে গত বুধবার রাত ৮টায় কামালেরপাড়া ইউনিয়নের মিলবাড়ী এলাকায় ঘটনাটি ঘটে। এঘটনায় সাঘাটা থানায় মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় ও মামলার এজাহার সূত্রে জানা যায়, মাদ্রাসার সভাপতি ও স্থানীয় সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম অসৎ উদ্দেশ্যে মাদ্রাসার যাবতীয় কাগজপত্র প্রধান শিক্ষকের কাছে চেয়ে আসছেন। কিন্তু প্রধান শিক্ষক আব্দুল আলিম কাগজপত্র দিতে অস্বীকার করায় তার সাথে সভাপতির বিরোধ শুরু হয়। বিরোধের সূত্র ধরে সভাপতি নজরুল ইসলাম নানাভাবে তাকে হুমকি দিতে থাকেন।
গত বুধবার রাতে প্রধান শিক্ষক আব্দুল আলিম মেলান্দহ বাজার থেকে রাত ৮টায় বাড়ি ফেরার পথে শিমুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছামাত্র পূর্বপরিকল্পিতভাবে সভাপতি নজরুল ইসলাম লোকজন নিয়ে তার ওপর হামলা চালায়। এতে প্রধান শিক্ষক গুরুতরভাবে আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাঘাটা হাসপাতালে ভর্তি করে।
আরও পড়ুনপরে আব্দুল আলিমের বাবা আব্দুর রশিদ বাদি হয়ে সভাপতি নজরুল ইসলামসহ ৬ জনকে আসামি করে থানায় এজাহার দায়ের করেন। এব্যাপরে সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এজাহারটি গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন