ভিডিও শনিবার, ১১ অক্টোবর ২০২৫

মুক্ত আকাশে ফিরল পানকৌড়ি

মুক্ত আকাশে ফিরল পানকৌড়ি। ছবি : দৈনিক করতোয়া

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে পাখি শিকারিদের ফাঁদ থেকে উদ্ধার হওয়া পাঁচটি পানকৌড়ি পাখিকে মুক্ত আকাশে অবমুক্ত করা হয়েছে। আজ শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার তুলাধোনা মাঠ এলাকা থেকে এসব পাখি উদ্ধার করেন গুরুদাসপুর জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা। পরে স্থানীয়দের উপস্থিতিতে পাখিগুলোকে প্রকৃতির কোলে ফিরিয়ে দেওয়া হয়।

গুরুদাসপুর জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হাসান বলেন, ‘শীতের আগমনে আমাদের এলাকায়, বাগান ও জলাশয়ে অতিথি পাখির আগমন শুরু হয়েছে। কিন্তু কিছু অসাধু ব্যক্তি নিজেদের লাভের আশায় এসব পাখি শিকার করে বাজারে বিক্রি করছে।

খবর পেয়ে আমরা দ্রুত সেখানে অভিযান চালাই। স্থানীয় সচেতন মানুষের উপস্থিতিতে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় শিকারিরা ভুল স্বীকার করে ভবিষ্যতে আর এ ধরনের কাজ করবে না বলে প্রতিশ্রুতি দেয়। উদ্ধার হওয়া পাঁচটি পানকৌড়ি পরে মুক্ত আকাশে উড়িয়ে দেওয়া হয়।’

আরও পড়ুন

নাজমুল হাসান আরও বলেন, ‘প্রকৃতি আমাদের জীবনের অংশ। অতিথি পাখিরা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তাই তাদের হত্যা নয়, ভালোবাসা শিখতে হবে। আসুন, আমরা সবাই মিলে শপথ নিইÑ ‘পাখি বাঁচাও, প্রকৃতি বাঁচাও শিকার নয়, সুরক্ষাই আমাদের অঙ্গীকার।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ভিডিও বানানোর নামে হাত ধরছে, এটা কি ব্যবসা?’ | Agargaon Cake | Daily Karatoa

কিছু উপদেষ্টার থেকে প্রধান উপদেষ্টাকে সতর্ক থাকতে বললেন মিয়া গোলাম পরওয়ার | PR | Daily Karatoa

বাংলাদেশিদের সমাবেশে নিউ ইয়র্ক সিটি মেয়র প্রার্থী মামদানি

বাংলাদেশ-বাহরাইন বৈঠক: শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

লিসবনে প্রবাসীদের উৎসব, দূর দেশে আপনজন

কেক পট্টিখ্যাত আগারগাঁওয়ে চলছে পুলিশের অভিযান । cake | Daily Karatoa