ভিডিও শনিবার, ১১ অক্টোবর ২০২৫

সিরাজগঞ্জে চেক জালিয়াতি মামলায় প্রধান শিক্ষকের ৩ বছরের দণ্ড

ছবি : সংগৃহীত,সিরাজগঞ্জে চেক জালিয়াতি মামলায় প্রধান শিক্ষকের ৩ বছরের দণ্ড

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের চেক জালিয়াতি মামলায় তাড়াশ উপজেলার চকজয় কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ মহলকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে চেকে বর্ণিত টাকার সমপরিমাণ জরিমানা করা হয়েছে। গত বুধবার সিরাজগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-৩ ও অর্থঋণ আদালতের বিচারক মিশকাত শুকরানা এ আদেশ দেন। আদালতের অতিরিক্ত পিপি দেলোয়ার হোসেন মন্টু ও পেশকার আব্দুল রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার থেকে জানা গেছে, প্রধান শিক্ষক মমতাজ মহল সাংসারিক কাজে বিশেষ টাকার প্রয়োজন হওয়ায় তাড়াশ উপজেলা সদরের রাম চন্দ্র কর্মকারের ছেলে খোকন চন্দ্র কর্মকারের কাছ থেকে ২০২২ সালের ২৩ জুন ২০ লাখ টাকা, তাড়াশ উপজেলার শ্রী কৃষ্ণপুর গ্রামের ভাষা শেখের ছেলে ইসমাইল হোসেনের কাছ থেকে ২০২২ সালের ১৮ জুলাই ৫ লাখ টাকা ও তাড়াশ উপজেলা সদরের খিদির চন্দ্র সাহার ছেলে রতন কুমার সাহার কাছ থেকে ২০২২ সালে ২০ লাখ টাকা ধার নেন। পাওনা টাকা তিন মাসের মধ্যে পরিশোধ করার কথা ছিল। নির্ধারিত সময়ে টাকা ফেরত দিতে ব্যর্থ হন মমতাজ মহল। পরবর্তীতে এ নিয়ে একাধিকবার সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়।

একপর্যায়ে মমতাজ মহল মামলার বাদিদের তাড়াশ শাখার পূবালী ব্যাংক ও সোনালী ব্যাংকের একটি করে চেক দেন। বাদিরা চেকগুলো তার নিজ হিসেবে জমা দিলে চেকগুলো ডিজ-অনার হয়। এ বিষয়ে মমতাজ মহলকে আইনি নোটিশ পাঠানো হয়।
কিন্তু মমতাজ মহল বাদিদের পাওনা অর্থ পরিশোধের কোনো উদ্যোগ না নেওয়ায় বাদিরা অর্থঋণ আদালতে পৃথক তিনটি মামলা করেন। মামলায় আদালত মমতাজ মহলকে এক বছর করে মোট তিন বছরের কারাদণ্ড ও চেকে বর্ণিত টাকার সমপরিমাণ জরিমানা করেন। তবে রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।

আরও পড়ুন

মমতাজ মহল মোবাইল ফোনে জানিয়েছেন রায় ঘোষণার সময় তিনি আদালতের বাইরে ছিলেন। আইনজীবীর মাধ্যমে রায়ের আদেশ শুনে বাড়িতে চলে এসেছেন। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ভিডিও বানানোর নামে হাত ধরছে, এটা কি ব্যবসা?’ | Agargaon Cake | Daily Karatoa

কিছু উপদেষ্টার থেকে প্রধান উপদেষ্টাকে সতর্ক থাকতে বললেন মিয়া গোলাম পরওয়ার | PR | Daily Karatoa

বাংলাদেশিদের সমাবেশে নিউ ইয়র্ক সিটি মেয়র প্রার্থী মামদানি

বাংলাদেশ-বাহরাইন বৈঠক: শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

লিসবনে প্রবাসীদের উৎসব, দূর দেশে আপনজন

কেক পট্টিখ্যাত আগারগাঁওয়ে চলছে পুলিশের অভিযান । cake | Daily Karatoa