বগুড়ার সোনাতলায় বিএস কোয়ার্টারগুলো মেরামতের উদ্যোগ নেই

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : সোনাতলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারি কৃষি কর্মকর্তা (বিএস)-দের জন্য নির্মিত কোয়ার্টারগুলো দীর্ঘদিন যাবত পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকলেও সেগুলো মেরামতের উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভিতরে ও চতুর্দিকে ঝোঁপ-ঝাঁড়ে পরিপূর্ণ হওয়ায় কোয়ার্টারগুলো যেন ভূতের বাড়িতে পরিণত হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সোনাতলা উপজেলার ৭টি ইউনিয়নে রয়েছে উপ-সহকারি কৃষি কর্মকর্তাদের আবাসন। স্বাধীনতার পর নেদারল্যান্ড সরকারের অর্থায়নে উপজেলার জোড়গাছা, বালুয়াহাট, তেকানী চুকাইনগর, মধুপুর, পাকুল্লা, দিগদাইড় ও সোনাতলা সদর ইউনিয়নে নির্মাণ করা হয় বিএস কোয়ার্টার।
স্থানীয়রা জানান, কোয়ার্টারগুলো নির্মাণের পর এক সময় উপ-সহকারি কৃষি কর্মকর্তারা কৃষকদের দোড়গোড়ায় কৃষি সেবা পৌঁছে দিতে ওই সকল কোয়ার্টারগুলোতে পরিবার-পরিজন নিয়ে বসবাস করতেন। কালের বিবর্তনে আধুনিক যুগে এসে বিএস কর্মকর্তারা গ্রাম থেকে শহরের দিকে পাড়ি জমান।
ফলে কোয়ার্টার জনশূন্য হয়ে পড়ে। কোয়ার্টারগুলোতে সন্ধ্যার পর আসর জমায় নেশাখোর আর জুয়াড়ি শ্রেণির লোকজন। দীর্ঘদিন কোয়ার্টারগুলো ব্যবহার না করায় তা ঝোঁপ-ঝাঁড়ে পরিণত হয়েছে। দেখলেই মনে হয় এটি যেন ভূতের বাড়ি।
আরও পড়ুনএবিষয়ে ভেলুরপাড়া এলাকার ছাইফুল ইসলাম, বালুয়ার শামছ উদ্দিন মাষ্টার, পাকুল্লার জিএম আলী হাসান নারুন, তেকানী চুকাইনগরের মোকারম মাষ্টার বলেন, এক সময় উপ-সহকারি কৃষি কর্মকর্তারা তাদের জন্য বরাদ্দকৃত আবাসিক ভবনে থেকে কৃষকদের সহযোগিতা করেছেন। এখন ওই সকল কর্মকর্তারা শহর থেকে আসেন। এখন আর কৃষক কাক্সিক্ষত সেবা পাচ্ছেন না।
এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন বলেন, সোনাতলা উপজেলায় ৭ ইউনিয়নে ৭টি বিএস কোয়ার্টার রয়েছে। সেগুলো এখন ব্যবহার না করায় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এমনকি কোয়ার্টারের ভেতর ও বাইরে ঝোঁপ-ঝাঁড়ে পরিপূর্ণ হয়ে বিএস কোয়ার্টার এখন শেয়াল কুকুরের আস্তানায় পরিণত হয়েছে। এ সকল কোয়ার্টারগুলো সংস্কারে কোন বরাদ্দ না দেওয়ায় দিনের পর দিন সরকারি ওই সম্পদগুলো নষ্ট হয়ে যাচ্ছে।
মন্তব্য করুন