বগুড়ার দুপচাঁচিয়ায় জোড়া খুন ও ডাকাতির ঘটনায় আরও একজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ার দুপচাঁচিয়ায় ডাকাতিকালে শ্বশুর ও পুত্রবধূকে হত্যার ঘটনায় মোঃ মিঠুন ওরফে মিঠু নামে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। র্যাব-১২ এর বগুড়ার একটি অভিযানিক দল গতকাল শনিবার দিনগত রাত ৯টার দিকে আদমদিঘী উপজেলার নশরতপুর মুটপুকুরিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মিঠু উল্লেখিত এলাকার মোঃ আবুল হোসেনের ছেলে।
র্যাব সূত্র জানায়, গত ৮ জুলাই রাত ১০টা থেকে ৯ জুলাই ভোর ৪টার মধ্যে যে কোন সময়ে দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউপিস্থ লক্ষীমন্ডপ গ্রামে আফতাব উদ্দিন(৭০) এর বসত বাড়িতে ডাকাতরা হানা দেয়। এ সময় ডাকাতরা বাড়ির মালিক আফতাব উদ্দিন ও তার পুত্রবধূ রিভা (৩৫)কে হাত, পা, মুখ রশি দিয়ে ঁেবধে শ্বাসরোধ করে হত্যা করে।
আরও পড়ুনপরে এ ঘটনায় নিহতের মেয়ে বাদি হয়ে দুপচাঁচিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে আদমদিঘী থানার নশরতপুর মুটপুকুরিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তদন্তে প্রাপ্ত আসামি মিঠুকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়ার জেলা গোয়েন্দা শাখায় হস্তান্তর করা হয়েছে৷
মন্তব্য করুন