বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিসে হামলার মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে বিএনপি অফিসে হামলা, ভাঙচুর সংক্রান্ত নাশকতা মামলায় (কার্যক্রম নিষিদ্ধ) যুবলীগের ওয়ার্ড সভাপতি আমিরুল ইসলাম ভোলাকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার সন্ধ্যায় তার নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আমিরুল ইসলাম ভোলা আদমদীঘি উপজেলার উথরাইল গ্রামের নজরুল ইসলামের ছেলে। সে সান্তাহার ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ২০২৪ সালের ৪ আগস্ট আদমদীঘিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে আদমদীঘি সদরে বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি অফিসের সামনে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি অফিসে ঢুকে দরজা জানালা ভাংচুর, চেয়ার, আলমারী, ফ্যানসহ অন্যান্য আসবাবপত্র, শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিলা ও তারেক রহমানের ছবিতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করা হয়।
আরও পড়ুনএ ঘটনায় ২০২৪ সালের ২৫ আগস্ট আওয়ামী লীগের ১২৫ জন নেতা-কর্মীর নাম উল্লেখ-সহ অজ্ঞাত আরো ২৫০জনের নামে বিশেষ ক্ষমতা আইন তৎসহ বিস্ফোরক উপাদানবলী আইনে একটি মামলা হয়। এ মামলায় গত সোমবার বিকেলে ওয়ার্ড যুবলীগের সভাপতি আমিরুল ইসলাম ভোলাকে গ্রেফতার করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, গ্রেফতারকৃত আমিরুল ইসলাম ভোলাকে গতকাল রোববার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।
মন্তব্য করুন