ভিডিও রবিবার, ২০ জুলাই ২০২৫

এনসিপির সমাবেশকে কেন্দ্র করে বিক্ষোভ, শিক্ষার্থীদের ভুয়া ভুয়া স্লোগান

এনসিপির সমাবেশকে কেন্দ্র করে বিক্ষোভ, শিক্ষার্থীদের ভুয়া ভুয়া স্লোগান

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের রাঙামাটি পদযাত্রা ও সমাবেশকে ঘিরে জেলা ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন।

আজ রবিবার (২০ জুলাই) দুপুরে তারা এই বিক্ষোভ প্রদর্শন করেন।

জানা গেছে, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর রাঙামাটি আগমনের কারণে জেলা ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে সমাবেশ স্থলে যাওয়ার সময় কাঁঠালতলী মোড়ে পুলিশ আটকে দেয়। সেখানে সড়ক বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। তারা এনসিপির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়।

অন্যদিকে শহরের বনরূপায় এনসিপির সমাবেশ শুরু আগেই শহরের সব যানবাহন বন্ধ করা হয়। এ সময় এইচএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা শেষে ফেরার পথে গাড়ি চলাচল করা করায় ভোগান্তিতে পড়ে। শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকায় পুলিশ তাদের দ্রুত সমাবেশ স্থল থেকে সরিয়ে দেয়।

জানা গেছে, দুপুর ১টায় রাঙামাটি শিল্পকলা একাডেমি থেকে এনসিপির পদযাত্রা শুরু হয়ে বনরূপা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানেই সমাবেশ করেন এনসিপির নেতারা। দুপুর আড়াইটায় সমাবেশ শেষে দ্রুতই সভাস্থল ত্যাগ করেন এনসিপির নেতারা।

অন্যদিকে, এনসিপির সভা শেষ হওয়ার পর ৬০/৭০ জন জেলা ছাত্রদলের নেতাকর্মী বিক্ষোভ মিছিল নিয়ে আসেন। তারা বনরূপা ঘুরে দলীয় কার্যালয়ে চলে যান।

আরও পড়ুন

জেলা ছাত্রদলের সভাপতি সাব্বির আহমেদ বলেন, ‘এভাবে সমাবেশর জন্য সড়ক বন্ধ করে রাখার কারো অধিকার নেই। সাধারণ মানুষ ও শিক্ষার্থী এবং পরীক্ষার্থীরা চলাচল করতে পারছে না। এই যে সমাবেশ হচ্ছে রাষ্ট্রীয় মদত ও রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে তারা এই সমাবেশ করছে।

তিনি আরও বলেন, এনসিপি নেতা নাসীরুদ্দীনকে তার বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে।

সমাবেশকে কেন্দ্র করে শহরের প্রতিটি মোড়ে বাড়তি পুলিশ বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিনেমার গানে ফিরলেন মনির খান

৯ বছর পর টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আদর্শগ্রামে আগুনে ৮টি বাড়ি পুড়ে ছাই

সোনা জান’-এ অভূতপূর্ব সাড়া মিলছে কণা’র

বগুড়ার দুপচাঁচিয়ায় জোড়া খুন ও ডাকাতির ঘটনায় আরও একজন গ্রেফতার

বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিসে হামলার মামলায় যুবলীগ নেতা গ্রেফতার