নিউজ ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই, ২০২৫, ০৭:৩০ বিকাল
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও এইচ এন্ড এস গ্লাসওয়্যার লিমিটেড এর মধ্যে পে-রোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এবং এইচ এন্ড এস গ্লাসওয়্যার লিমিটেড এর মধ্যে সম্প্রতি পে-রোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব রিটেইল ব্যাংকিং মোহাম্মদ রফিকুল ইসলাম এবং এইচ এন্ড এস গ্লাসওয়্যার লিমিটেডের চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ চুক্তির আওতায় এইচ এন্ড এস গ্লাসওয়্যার লিমিটেডের কর্মকর্তারা ব্যাংকের পে-রোল প্রিভিলেজ সার্ভিস এর বিশেষ সুবিধা পাবেন।
অনুষ্ঠানে ব্যাংকের সিনিয়র এসিস্ট্যান্ট ভাইস ও কুষ্টিয়া শাখার ব্যবস্থাপক সালাউদ্দিন আহমেদ, সাইফ ইমাম বোখারী ও এইচ এন্ড এস গ্লাসওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান, এজিএম (প্রশাসন) রেজাউল মাহবুব জোয়ার্দ্দার এবং উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন