পদত্যাগ করলেন কোল্ড-প্লের কনসার্টে ভাইরাল হওয়া সিইও

কোল্ড প্লের কনসার্টে ভাইরাল হওয়া মার্কিন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী (সিইও) অ্যান্ডি বায়রন পদত্যাগ করেছেন।
তার পদত্যাগপত্র জমা দেওয়ার কথা শনিবার (১৯ জুলাই) জানিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাস্ট্রোনমার। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
পেশাদারদের সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে প্রকাশিত এক বিবৃতিতে অ্যাস্ট্রোনমার জানিয়েছে, তাদের শীর্ষ কর্মকর্তাদের কাছে আচরণ ও দায়িত্বশীলতার একটি মানদণ্ড আশা করা হয়, যা পূরণ করা হয়নি।
ঘটনার শুরু গত বুধবার। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ফক্সবোরো শহরের জিলেট স্টেডিয়ামে সেদিন গান পরিবেশন করছিল কোল্ড-প্লে। এসব অনুষ্ঠানে সাধারণত দর্শকসারিতে থাকা যুগলের দিকে ক্যামেরা তাক করেন আয়োজকরা। এসময় সাধারণত যুগলরা হয় সেটা উপভোগ করেন অথবা এড়িয়ে যান। তবে এক যুগল তড়িঘড়ি নিজেদের লুকানোর চেষ্টা করার কারণেই সবার নজরে পড়েন।
মার্কিন সংবাদমাধ্যম ও অনলাইনে দাবি করা হয়, ভিডিওতে থাকা পুরুষটি হচ্ছেন অ্যাস্ট্রোনমারের সিইও অ্যান্ডি বায়রন এবং নারী হচ্ছে মানবসম্পদ বিভাগের প্রধান ক্রিস্টিন ক্যাবট।
মূলত পরিচয় লুকানোর চেষ্টার কারণেই তাদের বিরুদ্ধে তদন্ত করছে অ্যাস্ট্রোনোমার। তাদের প্রতিক্রিয়ার পেছনে কোনও আইনি বা প্রাতিষ্ঠানিক ধারা লঙ্ঘনের অভিযোগ পাওয়া যায় কিনা, নাকি নিছকই তারা বড় পর্দায় আসতে চাননি, সেটাই মূলত যাচাই করা হবে এক্ষেত্রে।
আরও পড়ুনউল্লেখ্য, কোনও প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে, বিশেষত শীর্ষ পদগুলোতে বিবাহের মতো আইনি সম্পর্ক ছাড়া ঘনিষ্ঠতা নিরুৎসাহিত করা হয়। প্রাতিষ্ঠানিক স্বার্থের চেয়ে ব্যক্তিগত পক্ষাপাতিত্বের সম্ভাবনা এড়াতে এই পদ্ধতি অনুসরণ করা হয়।
শুক্রবার প্রতিষ্ঠানটির এক্স প্ল্যাটফর্মে এক বার্তায় জানানো হয়, তাদের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যান্ডি বায়রনকে ছুটিতে পাঠানো হয়েছে। এরপর দিনই তার পদত্যাগের খবর সামনে এলো।
শনিবার প্রকাশিত বিবৃতিতে বলা হয়, প্রধান নির্বাহীর পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের আবেদন জমা দিয়েছেন বায়রন এবং পরিচালনা পর্ষদ সেটি গ্রহণ করেছে। তাকে ছুটিতে পাঠানোর পর থেকে ভারপ্রাপ্ত সিইও হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধান পণ্য কর্মকর্তা (চিফ প্রোডাক্ট অফিসার) পিট ডেজয়।
ক্রিস্টিন ক্যাবটের বিরুদ্ধে কোনও প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা, অ্যাস্ট্রোনমারের পক্ষ থেকে তা জানানো হয়নি।
মন্তব্য করুন