ভিডিও রবিবার, ২০ জুলাই ২০২৫

রংপুরে সড়ক সংস্কারের দাবিতে প্রতীকী গায়েবানা জানাজা

রংপুরে সড়ক সংস্কারের দাবিতে প্রতীকী গায়েবানা জানাজা। ছবি : দৈনিক করতোয়া

রংপুর প্রতিনিধি : রংপুর নগরীর জাহাজ কোম্পানি থেকে সাতমাথা পর্যন্ত প্রায় ৫ কিলোমিটারের ব্যস্ততম সড়কটির দীর্ঘদিন ধরে বেহাল দশা। সড়কের এমন অবস্থাতেও ভ্রুক্ষেপ নেই রংপুর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের। কয়েকবার সংস্কারের দাবি তুললেও আশ্বাস ছাড়া কিছুই মেলেনি।

এরই প্রেক্ষিতে আজ রোববার (২০ জুলাই) দুপুরে সিটি কর্পোরেশনের প্রতীকী গায়েবানা জানাজা ও কফিন মিছিলের আয়োজন করে স্থানীয় এলাকাবাসী। সাতমাথা রেলগেটের পাশে মরিয়ম চক্ষু হাসপাতাল সংলগ্ন ভাঙা সড়কে প্রতীকী গায়েবানা জানাজা শেষে কফিন মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোলচত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন রাজিমুজ্জামান হৃদয়, প্রান্ত হোসেন, মো. নাঈম, সাকিব হোসেন, মোহাম্মদ হাসান, হোসাইন, সৈকত ইসলাম, তানবীর ইসলাম, নাঈম হক, মাহিম প্রমুখ। প্রতীবাদ স্বরূপ গায়েবানা জানাজা পরিচালনা করেন মাদরাসা শিক্ষার্থী রাহুল ইসলাম। এ সময় দ্রুত সড়কটি সংস্কার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

আরও পড়ুন

এ বিষয়ে রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা বলেন, সড়কটি আসলেই চলাচলের অনুপযোগী। এরআগে কিছুটা সংস্কার করলেও তা ভেঙে গেছে। এত বড় সড়ক পুরো সংস্কার করা একটু কঠিন। আমরা প্রজেক্ট প্রোফাইল করে বরাদ্দ চেয়েছি। স্বল্প সময়ের মধ্যে বরাদ্দ পেলেই অগ্রাধিকারের ভিত্তিতে সড়কটি সংস্কার করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিসে হামলার মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

ক্যারিয়ারের সুবর্ণ সময়ে আরশ খান

জয়পুুরহাটের পাঁচবিবিতে ৩৫ বছর পর প্রাণী সম্পদ বিভাগের জমি উদ্ধার

চাঁপাইনবাবঞ্জের সীমান্তের ওপারে গরু আনতে গিয়ে বাংলাদেশি নিখোঁজ

ভরা সভায় উপাচার্যের নাম ভুল, ছাত্রদল সভাপতির বক্তব্যে বিব্রত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন

অন্তর্বর্তীকালীন সরকার নতুন ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়েছে : মাওলানা মামুনুল হক