মেসির জোড়া গোলে জয়ে ফিরল মায়ামি

স্পোর্টস ডেস্ক : এক ম্যাচ গোলহীন থাকার পর ফের সেই পুরনো রূপে ফিরলেন লিওনেল মেসি। দুর্দান্ত ফর্মে থাকা আর্জেন্টাইন মহাতারকা দুটি গোল ও দুটি অ্যাসিস্ট করে একাই ধ্বংস করে দিয়েছেন নিউইয়র্ক রেড বুলসকে। তার এমন পারফরম্যান্সে ইন্টার মায়ামি ৫-১ গোলের বিশাল ব্যবধানে জিতেছে এমএলএস’র গুরুত্বপূর্ণ ম্যাচে।
রোববার (২০ জুলাই) ভোরে নিউইয়র্কের স্পোর্টস ইলাস্ট্রেটেড স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। স্বাগতিকদের হয়ে আলেক্সান্ডার হ্যাক গোল করে লিড এনে দিলেও এরপর পুরো ম্যাচ চলে মায়ামির নিয়ন্ত্রণে। ম্যাচের ২৪ মিনিটে জর্দি আলবাকে দুর্দান্ত এক পাস দিয়ে গোল করান মেসি। দুই মিনিট পরই আলবার পাস থেকে তেলাসকো সেগোভিয়ার গোলে এগিয়ে যায় মায়ামি। প্রথমার্ধের যোগ করা সময়ে সেগোভিয়া নিজের দ্বিতীয় গোল করেন।
আরও পড়ুনদ্বিতীয়ার্ধে ৬০ মিনিটে সার্জিও বুসকেটসের লম্বা পাস থেকে গোল করে নিজের নাম স্কোরবোর্ডে তোলেন মেসি। এরপর একটি দারুণ কাউন্টার অ্যাটাকে মেসি নিজের দ্বিতীয় গোল করে দলের পঞ্চম গোল নিশ্চিত করেন। এই ম্যাচে জোড়া গোলের মাধ্যমে মেসি ৮ ম্যাচে নিজের গোলসংখ্যা দাঁড় করালেন ১৩-তে। সর্বশেষ সাত ম্যাচে এটি তার ষষ্ঠ জোড়া গোল। তার নেতৃত্বে এবারের এমএলএস কাপে দুর্দান্তভাবে এগিয়ে যাচ্ছে ইন্টার মায়ামি।
মন্তব্য করুন