পটুয়াখালীতে কিশোরী গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

পটুয়াখালীর মহিপুরে মারজিয়া আক্তার (১৭) নামে এক কিশোরী গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি, আত্মহত্যা করেছেন মারজিয়া।
আজ শনিবার (১৯ জুলাই) দুপুরে লতাচাপলী ইউনিয়নের দিয়ারআমখোলা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশটি মহিপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে।
নিহত মারজিয়া ওই ইউনিয়নের পূর্বআলীপুর গ্রামের আলম প্যাদার মেয়ে। কিছুদিন আগে আপন চাচাতো ভাই জাহিদ প্যাদার সঙ্গে তার বিয়ে হয়।
আরও পড়ুননিহতের স্বামী জাহিদ জানান, শুক্রবার রাতে মারজিয়া তাকে ফুচকা আনতে বলেন। কাজের ব্যস্ততায় দেরি হওয়ায় তিনি মাছ নিয়ে বাড়ি ফেরেন। এতে মারজিয়া রাগ করেন। মাছ কেটে ধোয়ার পর মোবাইল দেখতে গেলে জাহিদ তাকে ঘুমাতে বলেন। তখন তিনি রাগ করে বারান্দায় ঘুমাতে যান। পরে সকালে জাহিদ ঘুম থেকে উঠে দেখেন, বারান্দার আড়ায় ঝুলছে মারজিয়ার নিথর দেহ।
মহিপুর থানার ওসি মাহমুদ হাসান বলেন, এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হবে।
মন্তব্য করুন