ব্রাহ্মণবাড়িয়ায় তালাবদ্ধ ফ্ল্যাটে মিলল প্রবাসীর স্ত্রীর স্ত্রীর মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর সদরের একটি তালাবদ্ধ ফ্ল্যাট থেকে শাহিনুর আক্তার (২৬) নামের এক নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার (১৮ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে বাঞ্ছারামপুর থানা সংলগ্ন ব্রিজের পাশের ‘ইউসুফ মোল্লা’ নামের বহুতল ভবন থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ বলেছ, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
নিহত শাহিনুর আক্তার ছলিমাবাদ ইউনিয়নের সাতবিলা গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ে।ইউসুফ মোল্লার বহুতল ভবনের ভাড়া বাসায় থাকতেন তিনি।
নিহতের পরিবার জানায়, ৯ বছর আগে উপজেলার সফরকান্দি গ্রামের মালয়েশিয়া প্রবাসী স্বপন মিয়ার সঙ্গে শাহিনুরের বিয়ে হয়। বিয়ের বছর না ঘুরতেই তাদের ঘরে এক ছেলে সন্তানের জন্ম হয়। বিয়ের এক বছর পর ছলিমাবাদ ইউনিয়নের দক্ষিণ পাড়া গ্রামের সৌদি প্রবাসী মাসুদ মিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে শাহিনুরের। পরে প্রথম স্বামীকে তালাক দিয়ে মাসুদকে বিয়ে করেন তিনি।
আরও পড়ুনস্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার পর থেকে ওই ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। বিষয়টি সন্দেহজনক মনে হলে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা শাহিনুরের পরিবার ও পুলিশে খবর দেন। খবর পেয়ে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে লাশটি উদ্ধার করে।
ভবনটির মালিক নজরুল ইসলাম বলেন, ‘আমার ভাবি ফোন করে জানায়, ফ্ল্যাট থেকে গন্ধ বের হচ্ছে। আমি বাসায় গিয়ে বিশ্রাম নিয়ে নিজে গিয়ে দেখি রুমটা ভেতর থেকে তালাবদ্ধ। পরে নিহতের মা ও বোনরা এসে উপস্থিত হলে আমরা তালা ভেঙে ভেতরে ঢুকি। তখনই দেখি, শাহিনুর মেঝেতে নিথর দেহ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।
বাঞ্ছারামপুর মডেল থানার ওসি হাসান জামিল খান বলেন, ‘এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন