ভিডিও শনিবার, ১৯ জুলাই ২০২৫

নিখোঁজের দুই দিন পর যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিখোঁজের দুই দিন পর যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ডে নিখোঁজের দুই দিন পর  এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নের রহমতনগর (নাথপাড়া) এলাকার মুক্তার পুকুরের উত্তর পাড়ের জঙ্গল থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

ওই তরুণের নাম নয়ন দেবনাথ (২২)। তিনি উপজেলার দক্ষিণ মুরাদপুর গ্রামের বাবুল দেবনাথের ছেলে।

আরও পড়ুন

স্থানীয়রা জানান, নয়ন সীতাকুণ্ডের একটি দোকানে বিক্রয়কর্মীর কাজ করতেন। কয়েক দিন ধরে তিনি স্থানীয় বাসিন্দাদের বলছিলেন তাঁকে একজন টাকার জন্য চাপ দিচ্ছেন। তবে কে টাকার জন্য চাপ দিচ্ছেন, সেটি তিনি বলেননি। গত মঙ্গলবার থেকে নিখোঁজ হন তিনি। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে না পেয়ে গতকাল বুধবার সীতাকুণ্ড থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে আজ বাড়ির কাছে হাবিব সড়কসংলগ্ন মুক্তা পুকুরপাড়ে তার লাশ গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে তার মৃত্যুর কারণ বলা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চ ভাঙচুর

জয়পুরহাটের পাঁচবিবিতে পরিত্যাক্ত জমিতে ড্রাগন চাষ করে সফল শিপলু ও তুষার

১৭ বছর ধরে একই বাটন ফোন ব্যবহার করছেন জনপ্রিয় অভিনেতা ফাহাদ ফাসিল

আরেকটি লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে: জামায়াত আমির

চকরিয়ায় এনসিপির গাড়িবহর আটকে রেখেছে বিএনপির লোকজন: হান্নান মাসউদ

দিনাজপুরের ঘোড়াঘাটে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার