সিরাজগঞ্জে মাদক সংক্রান্ত মামলায় যুবকের যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি : হেরোইন রাখার দায়ে সিরাজগঞ্জে ওহিদ আলী নবীন নামের এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
এছাড়া তাকে ৩৬ (১) ও ২৪ (ক) ধারায় ৬ মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। একই সাথে ১ হাজার টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক কানিজ ফাতিমা এ রায় ঘোষণা করেন। আদালতের অতিরিক্ত পিপি গোলাম সরোয়ার খান এ তথ্য নিশ্চিত করেছেন।
দন্ডপ্রাপ্ত ওহিদ আলী নবীন রাজশাহী জেলার মহিষালবাড়ি গ্রামের মৃত সাঈদ আলী বাবলুর ছেলে। মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০২২ সালের ২৮ আগস্ট সকালে সিরাজগঞ্জ সদর এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। দুপুরের দিকে পুলিশের কাছে সংবাদ আসে রাজশাহী থেকে মাদকের বড় একটি চালান ঢাকায় যাচ্ছে।
আরও পড়ুনসংবাদের ভিত্তিতে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড়ে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশি চলাকালে একটি প্রাইভেটকার থামানোর জন্য সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করে। পরে কড্ডার মোড়ে মিয়াবাড়ি মার্কেটের সামনে থেকে প্রাইভেট কার ও চালককে আটক করা হয়। প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে বিভিন্ন প্যাকেট থেকে ১ কেজি ৪৫ গ্রাম হেরোইন ও ১ লিটার মদ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম বাদি হয়ে মামলা করেন। মামলার সাক্ষ্যগ্রহণ শেষে আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) আদালতের বিচারক ওহিদ আলী নবীনকে যাবজ্জীবন কারাদন্ড দেন।
মন্তব্য করুন