বগুড়ায় কলেজ ছাত্র সৌরভ হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও শোক র্যালি
বগুড়া টিএমএসএস টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র সৌরভ হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসী ও সাধারণ শিক্ষার্থীরা বৃহস্পতিবার বেলা ১১টার দিকে টিএমএসএস’র ফাউন্ডেশন অফিসের সামনে মানব বন্ধন ও শোক র্যালির আয়োজন করে।
এ সময় বক্তব্য রাখেন সাহিনুর ইসলাম টম্পি, সমাজ সেবক জুলফিকার, ৩নং নিশিন্দারা ইউনিয়নের সদস্য জাকির,ইকবাল তালুকদার, আনোয়ার, মতিউর রহমান, আবু হানিফ, বিশিষ্ট ব্যবসায়ী রেজাউলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় বক্তারা বলেন,সৌরভ স্থানীয়ভাবে এবং তার কলেজে এক প্রতিবাদী চেনামুখ। কতিপয় চেনা, উচ্ছৃঙ্খল, সমাজ বিরোধী, দুর্বৃত্তরা নির্মমভাবে সৌরভকে হত্যা করে। সাম্প্রতিক সময়ে কতিপয় অসাধু-সুবিধাবাদীরা শিক্ষার্থীদের বিভিন্নভাবে হয়রানি এবং চাঁদাবাজি করে আসছিলো, যার বিরোধিতা করেছিলো সৌরভ। ফলে এসব সমাজবিরোধীদের রোষের শিকার হয় নিরীহ সৌরভ। বক্তারা অবিলম্বে সৌরভ হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। খবর বিজ্ঞপ্তির।
মন্তব্য করুন