ভিডিও শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪

মোহাম্মদপুরের বুড়িগঙ্গা পেট্রোল পাম্প থেকে অস্ত্রসহ গ্রেপ্তার ২

মোহাম্মদপুরের বুড়িগঙ্গা পেট্রোল পাম্প থেকে অস্ত্রসহ গ্রেপ্তার ২

নিউজ ডেস্ক:  রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান বুড়িগঙ্গা পেট্রোল পাম্পের দ্বিতীয় তলায় ম্যানেজারের রুমে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ মো. সজল আহমেদ (৩২) ও মো. তাজু (২৬) নামের দুই জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

শুক্রবার (১ নভেম্বর) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় মোহাম্মদপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা করেছেন মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম।

মামলার এজহারে তিনি উল্লেখ করেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মোহাম্মদপুরের ঢাকা উদ্যান বেড়িবাঁধ বুড়িগঙ্গা পেট্রোল পাম্পের দ্বিতীয় তলায় ম্যানেজারের রুমে বিদেশি পিস্তলসহ দুই জন অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে থানা থেকে অতিরিক্ত ফোর্স এবং সেনাবাহিনীর সহযোগিতায় বুড়িগঙ্গা পাম্পের দ্বিতীয় তলা থেকে সজল আহমেদ ও তাজু নামে দুই জনকে আটক করি। পরে তাদের দেওয়া তথ্য মতে বাথরুমের ফ্ল্যাশ কমোডের পেছন থেকে বিদেশি পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার উদ্ধার করা হয়।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িগঙ্গা পাম্পটি বর্তমানে শামীম বেপারী নামে একজন পরিচালনা করছেন। তার ভাই শাহিন বেপারী আওয়ামী লীগের রাজনীতি করতেন। তিনি বর্তমানে পলাতক থাকায় পাম্পটি তার ভাই শামীম বেপারী দখলে নিয়েছেন। অন্য কেউ যাতে দখলে নিতে না পারে সেজন্য তিনি পাম্প পাহারা দিতে অস্ত্রসহ ওই দুই জনকে নিয়োজিত রেখেছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলি ইফতেখার হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সহযোগিতায় বুড়িগঙ্গা পেট্রোল পাম্পের দ্বিতীয় তলায় ম্যানেজারের রুমে অভিযান পরিচালনা করা হয়। পরে সেখান থেকে সজল আহমেদ ও তাজু নামে দুই জনকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাথরুম থেকে বিদেশি পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে এসআই নজরুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ দিনের রিমান্ডে আইনজীবী সাইফুল হত্যা মামলার প্রধান আসামি

এবার প্রকাশ্যে এলো নোয়াখালী বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবির

মেঘনায় নৌকা উল্টে ২ জেলের মৃত্যু

কনকনে শীত ডিসেম্বরেই, যে বার্তা দিল আবহাওয়া অফিস

এবার ‘চ্যাটজিপিটি প্রো’ এল গবেষকদের জন্য

আসছে ফারুকীর ৪২০ ডাবল আপ ৮৪০