নদীতে ডুবল জামায়াত নেতাকর্মীদের নৌকা
চট্টগ্রামের সাতকানিয়ায় নির্বাচনী প্রচারণায় অংশ নিতে গিয়ে সাঙ্গু নদীতে ডুবে গেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বহনকারী একটি নৌকা। দলটির স্থানীয় নেতারা জানিয়েছেন অন্তত ১৪ জন নেতাকর্মী নৌকায় ছিলেন।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে উপজেলার আমিলাইশ ইউনিয়নের পশ্চিম আমিলাইশ এলাকায় এ ঘটনা ঘটে।
নৌকাডুবির পর স্থানীয়দের সহায়তায় নেতাকর্মীরা উদ্ধার হন। এসময় সাঁতার না জানা তিনজন অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
আহতরা হলেন নুরুল মনির, আবদুর রহমান ও আবদুল মোমেন। তারা তিনজনই আমিলাইশ ইউনিয়ন জামায়াতের ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী বলে জানা গেছে
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/156129