উত্তেজনার মধ্যেই চীন-রাশিয়ার সাথে ইরানের নৌমহড়ার ঘোষণা

উত্তেজনার মধ্যেই চীন-রাশিয়ার সাথে ইরানের নৌমহড়ার ঘোষণা

আন্তর্জাতিক ডেস্কভারত মহাসাগরের উত্তরাঞ্চলে চীন এবং রাশিয়ার সঙ্গে নৌ-মহড়া চালানোর পরিকল্পনা করছে ইরান। ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে আনাদোলু খবরটি নিশ্চিত করেছে। 'মেরিটাইম সিকিউরিটি বেল্ট' নামক এই মহড়ার অষ্টম আসরটি আগামী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

এই বিশেষ সামরিক মহড়ায় ইরানের নিয়মিত নৌবাহিনী এবং ইসলামি বিপ্লবী গার্ড কোর আইআরজিসি-র নৌ ইউনিটের পাশাপাশি চীন ও রাশিয়ার নৌবাহিনীর সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেবেন।

২০১৯ সালে ইরানের উদ্যোগে শুরু হওয়া এই যৌথ মহড়াটি এবার অষ্টম বছরে পা দিচ্ছে। মূলত পারস্য উপসাগর এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের সামরিক শক্তি প্রদর্শন এবং কৌশলগত সমন্বয় বৃদ্ধির লক্ষ্যেই এই তিন দেশ একত্রিত হচ্ছে।

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে মহড়াটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/156127