জনকল্যাণমূলক শাসন ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার রংপুর-১ আসনের প্রার্থীদের

জনকল্যাণমূলক শাসন ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার রংপুর-১ আসনের প্রার্থীদের

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থীদের অংশগ্রহণে ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৩১ জানুয়ারি) গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা সুশাসনের জন্য নাগরিক (সুজন) কমিটির আয়োজনে এ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি’র প্রার্থী মোকাররম হোসেন সুজন, জামায়াতের রায়হান সিরাজী, ইসলামী আন্দোলন বাংলাদেশের এটিএম গোলাম মোস্তফা বাবু, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. আনাস এবং বাসদ’র (মার্কসবাদী) প্রার্থী আহসানুল আরেফিন।

এতে সভাপতিত্ব করেন উপজেলা সুজন’র সভাপতি অধ্যক্ষ নূরন নবী। তিনি স্বাগত বক্তব্যে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে প্রার্থীরা নিজ নিজ পরিকল্পনা ও প্রত্যাশার কথা তুলে ধরেন এবং উপস্থিত জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এসময় তারা একটি অঙ্গীকারনামায় সই করে জনসমক্ষে হাত মিলিয়ে প্রতিশ্রুতি দেন যে, নির্বাচিত হলে এলাকায় দুর্নীতিমুক্ত, কার্যকর ও জনকল্যাণমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

দায়িত্ব পালনে স্বজনপ্রীতি ও দলীয়করণ পরিহারেরও অঙ্গীকার করেন তারা। প্রার্থীরা আরও বলেন, নির্বাচনে পরাজিত হলে তারা জনগণের রায় মেনে নেবেন এবং বিজয়ী প্রার্থীকে সহযোগিতা করবেন। একইভাবে বিজয়ী প্রার্থীও পরাজিত প্রার্থীকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করবেন বলে প্রত্যয় ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত সাধারণ জনগণ শপথ বাক্য পাঠ করেন। তারা যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার এবং কোনো প্রকার অবৈধ অর্থের প্রলোভনে প্রভাবিত না হওয়ার অঙ্গীকার করেন। এসময় আরও বক্তব্য রাখেন-জেলা সুজন’র সভাপতি অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম বেঞ্জু, সাধারণ সম্পাদক নাছিমা আমিন এবং গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন, মহানগর সুজন’র সাধারণ সম্পাদক গোলাম সাজ্জাদ স্বাধীন, উপজেলা সুজন’র সদস্য সুজন আহম্মেদ, খাদেমুল ইসলাম ইমন ও ইয়ুথ সদস্য মেহজাবীন মৌ। অনুষ্ঠান সফল করতে সুজনের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিকবৃন্দ, ইয়ুথ সদস্যরা এবং দি হাঙ্গার প্রজেক্টের এরিয়া কো-অর্ডিনেটর মো. শামসুদ্দিন সার্বিক সহযোগিতা করেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/156119