নওগাঁর আত্রাইয়ে লোকসানের বোঝা মাথায় নিয়েই তিন হাজার হেক্টর জমিতে আলু চাষ

নওগাঁর আত্রাইয়ে লোকসানের বোঝা মাথায় নিয়েই তিন হাজার হেক্টর জমিতে আলু চাষ

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে লোকসানের বোঝা মাথায় নিয়ে প্রায় তিন হাজার হেক্টর জমিতে আলু চাষ করেছেন কৃষক। গত বছর আলুর দরপতনে কৃষক ব্যাপক লোকসানের শিকার হলেও আশা আর শঙ্কা দুই অবস্থানের মধ্যেই ব্যাপক হারে আলুর চাষ করা হয়েছে।

জানা যায়, গত বছর আলু চাষ করে এলাকার কৃষকরা ব্যাপক লোকসানের শিকার হন। শুরুর দিকে কিছুটা দাম থাকলেও পরে এসে আলুর দামে ব্যাপক ধস নামে। ফলে পানির দামে আলু বিক্রি করতে হয়েছে কৃষকদের। অনেক কৃষক বিক্রিত আলু থেকে উৎপাদন খরচের টাকাও উঠাতে পারেননি।

কৃষকরা জানিয়েছেন তাদের এক বিঘা জমিতে আলু উৎপাদনে জমি চাষ, বীজ ক্রয়, সার কীটনাশক, লেবারসহ প্রায় ৫০ হাজার টাকা খরচ হয়। অথচ গত বার এক বিঘা জমির আলু বিক্রি করতে হয়েছে ৪০ থেকে ৪৫ হাজার টাকায়। এ ব্যাপক লোকসানের বোঝা মাথায় নিয়েই এবারও পুরো উদ্যোমে আলু চাষে ঝুঁকেছেন এলাকার কৃষক। এলাকা জুড়ে আলুর বাম্পার ফলনের আশা থাকলেও কৃষকদের কপালে রয়েছে চিন্তার ভাঁজ।

স্থানীয় কৃষি অফিস সূত্রে জানা যায়, এবারে উপজেলার ৮ ইউনিয়নে প্রায় তিন হাজার হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছে। আলু উৎপাদনের ক্ষেত্রে আহসানগঞ্জ, কালিকাপুর ও হাটকালুপাড়া ইউনিয়ন বিশেষভাবে খ্যাত। এ তিন ইউনিয়নে সর্বাধিক পরিমাণ জমিতে এবারে আলু চাষ করা হয়েছে। এসব ইউনিয়নের বিভিন্ন অঞ্চল ঘুরে দেখা যায়, নদীর তীর, মাঠের জমি ও পতিত জমিসহ বিভিন্ন স্থানে ব্যাপক হারে আলু চাষ করা হয়েছে। কৃষকরা মনে করছেন এবারে আলুর বাম্পার ফলন হবে।

উপজেলার চৌরবাড়ি গ্রামের আব্দুল জব্বার বলেন, গত বছর আলুতে আমরা ব্যাপক লোকসানের শিকার হয়েছি। এবারে নায্যমূল্য নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান করছি। উপজেলা কৃষি অফিসার প্রসেনজিৎ তালুকদার বলেন, আলু চাষে আধুনিক প্রযুক্তি ব্যবহারে আমরা কৃষকদের উদ্বুদ্ধ করে আসছি।

স্বল্প খরচে যাতে অধিক ফলন হয় এ জন্য আমরা বিভিন্ন সময় কৃষকদের প্রশিক্ষণ প্রদান করেছি। এবারে আলুর বাম্পার ফলন হবে বলে আশা করা যাচ্ছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/156112