নাটোর-১ আসনে প্রার্থী হতে ইংল্যান্ডের নাগরিকত্ব ত্যাগ করে পরে দলের সিদ্ধান্তে মনোনয়ন প্রত্যাহার

নাটোর-১ আসনে প্রার্থী হতে ইংল্যান্ডের নাগরিকত্ব ত্যাগ করে পরে দলের সিদ্ধান্তে মনোনয়ন প্রত্যাহার

লালপুর (নাটোর) প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রার্থী হতে আজাবুল হক নামে পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তি যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগ করেছেন। প্রবাসে থাকতে খেলাফত মসলিজের সঙ্গে সাংগঠনিক ভাবে যুক্ত ছিলেন। সে অভিজ্ঞতা ও দলের আশ্বাস পেয়ে দেশে ফেরেন নাটোরের লালপুর উপজেলার কেশাবপুর গ্রামের আজাবুল হক।

তবে তার আসনে খেলাফত মজলিসের ১০ দলীয় জোট প্রার্থীকে সমর্থন দিতে হবে এমন নির্দেশে অবশেষে প্রত্যাহার করে নিতে হয়েছে তার মনোনয়ন। এর আগে ২০ ডিসেম্বর যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগ করে ২২ ডিসেম্বর মনোনয়নপত্র উত্তোলন করেন খেলাফত মজলিসের প্রার্থী ড. মো. আজাবুল হক।

আজাবুল হক বলেন, বাংলাদেশে প্রধান সমস্যা হলো শিক্ষা। শিক্ষাটাকে যদি সংস্কার করা যায় তাহলে সব সমস্যা সমাধান হয়ে যাবে। এজন্যই তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলেন। তবে প্রার্থী হতে গিয়ে যাচাই-বাছাইয়ে দ্বৈত্য নাগরিকত্বর জন্য তার মনোনয়নপত্র বাতিল করেন রিটানিং কর্মকর্তা। কারন তিনি মনোনয়ন জমা দেওয়ার মাত্র ৯ দিন আগে নাগরিকত্ব ত্যাগ করেন। তাই এতো কম সময় মানতে নারাজ ছিল রিটানিং কর্মকর্তা।

পরে মনোনয়নপত্র বৈধ করতে ইসিতে আপিল করেন তিনি। কিন্তু ইসিতেও তার মনোনয়নপত্র বৈধ না হলে হাইকোর্টে রিট করেন আজাবুল হক। তবে রিট শুনানির একদিন আগে ১৮ জানুয়ারি ইসি তার মনোনয়নপত্র বৈধ ষোষনা করে। কিন্তু শেষ মুহর্তে তার দল খেলাফত মজলিস ১০ দলীয় জোটে যোগ দেওয়ায় দলের নির্দেশে ২০ জানুয়ারি বৈধ মনোনয়নপত্রটি স্বেচ্ছায় প্রত্যাহার করেন ড. মো. আজাবুল হক।

ড. আজাবুল হক বলেন, তিনি ১৯ বছর যাবত ইংল্যান্ডে বসবাস করছেন। নির্বাচনে অংশগ্রহণ করতে একটি দলের মনোনয়ন নিয়ে মনোনয়নপত্রও জমা দিয়েছিলেন। এজন্য তিনি যুক্তরাজ্যের নাগরিকত্বও ত্যাগ করছিলেন। তবে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করলে। প্রার্থীতা ফেরত পেতে ইসি থেকে হাই কোর্টে রিট পর্যন্ত গিয়েছেন তিনি।

অনেক যুদ্ধ করে প্রার্থীতা ফেরত পেয়েছিলেন. কিন্তু তার দল খেলাফত মজলিস বাংলাদেশ জামায়ত ইসলামীর সঙ্গে জোটে যোগ দেয়। আর দল জোটে যাওয়ায় জোট তাকে যোগ্য মনে করেনি। তাই প্রার্থীতা প্রত্যাহার করেছেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/156111