আল্লাহর কাছে ৫ মিনিটের জন্য আলো চাই, আগামীর বাংলাদেশ দেখব : তারেক রহমানের সাথে সাক্ষাৎ চোখ হারানো মেরীর

আল্লাহর কাছে ৫ মিনিটের জন্য আলো চাই, আগামীর বাংলাদেশ দেখব : তারেক রহমানের সাথে সাক্ষাৎ চোখ হারানো মেরীর

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: আল্লাহ ৫ মিনিটের জন্য আমার চোখের আলো ফিরিয়ে দাও। আমি ফ্যাসিবাদ মুক্ত আগামীর বাংলাদেশ দেখবো। মাত্র ৫ মিনিট আল্লাহ। আজ শনিবার (৩১ জানুয়ারি) সিরাজগঞ্জে জেলা বিএনপি আয়োজিত তারেক রহমানের বিশাল নির্বাচনি জনসভার মঞ্চে ২০১৮ সালে অনুষ্ঠিত রাতের ভোটের বিরুদ্ধে আন্দোলনে দুই চোখ হারানো মেরী অন্যের সহযোগিতায় প্রধান অতিথি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন।

এ সময় আবেগপ্রবণ হয়ে যান তারেক রহমান। তিনি তাকে ১ মিনিটের বক্তব্য রাখার আহবান জানান। মেরী কান্নাজড়িত কন্ঠে বক্তব্যে বলেন, আমি ভেবে ছিলাম পুলিশ গুলি করলে পায়ে করবে কিন্তু তারা সরাসরি চোখে গুলি করেছে। আমি তিন ঘন্টা রাস্তায় পড়ে ছিলাম। পরে উদ্ধার করে চিকিৎসা করেছে বিএনপি। কিন্তু সারা জীবনের জন্য আমি অন্ধ হয়ে গেছি।

মেরী আল্লাহর কাছে প্রার্থনা করেন ‘৫ মিনিটের জন্য চোখের আলো ফিরে পেতে। তিনি চোখের আলো ফিরে পেয়ে ফ্যাসিবাদ মুক্ত আগামীর বাংলাদেশ দেখতে চান’।

মেরী যখন জনসভায় বক্তব্য রাখছিলেন তখন জনসভায় উপস্থিত জনতার মাঝে শোকের ছায়া নেমে আসে। আবেগে অনেকে চোখের পানি ধরে রাখতে পারেননি। মেরী উপস্থিত জনতার কাছে কান্নাজরিত কন্ঠে ফ্যাসিবাদ মুক্ত সমৃদ্ধ দেশ গড়তে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/156109