বগুড়ায় আল-হারামাইন হাজী ফাউন্ডেশনের সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত
আল-হারামাইন হাজী ফাউন্ডেশন বগুড়া’র-১৮ তম বার্ষিক সাধারণ সভা ও ত্রিবার্ষিক নির্বাচন’ আজ শনিবার (৩১ জানুয়ারি) বগুড়া শহরের একটি হোটেলে হোটেলে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক।
ওই ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি ডা. মশিহুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী, ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি মো. গোলাম মোস্তফা তালুকদার, বিদায়ী সাধারণ সম্পাদক এড. জি,আর, এম, খায়রুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফাউন্ডেশনের বর্তমান ধর্মীয় সম্পাদক রফিকুল ইসলাম ও সহ সাধারন সম্পাদক এ কে এম আখতারুজ্জামান।
সভায় আলোচনা সাপেক্ষে সর্ব সম্মতিক্রমে দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হককে প্রধান পৃষ্ঠপোষক এবং ইঞ্জিনিয়ার মো. শাহীন উদ্দিনকে প্রধান উপদেষ্টা এবং এড. জি আর এম খায়রুজ্জামানকে ফাউন্ডেশনের সভাপতি এবং রফিকুল ইসলামকে সাধারন সম্পাদক নিযুক্ত করতে ৩৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/156104