জয়পুরহাট-২ আসনে বিএনপি ও জামাতের ভোট যুদ্ধ

জয়পুরহাট-২ আসনে বিএনপি ও জামাতের ভোট যুদ্ধ

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি : কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর নিয়ে জয়পুরহাট ২- আসন। বিএনপি অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত এই অসনটি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধরে রাখতে দলটি জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে।

অন্যদিকে, জামায়াতও নতুন করে আসনটি দখলের লক্ষ্যে মাঠপর্যায়ে সক্রিয় প্রচারণা চালাচ্ছে। উভয় প্রার্থী  এখন  মাঠে নির্বাচনী প্রচার নিয়ে ব্যস্ত সময় পার করছেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৫৭২ জন।

এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৪ হাজার ১৭৭ জন, নারী ভোটার ১ লাখ ৭৭ হাজার ৩৯৩ জন এবং তৃতীয় লিঙ্গ ভোটার রয়েছেন ২ জন। এ আসনে ভোটকেন্দ্রের স্থায়ী সংখ্যা ১০৪টি। মোট ভোটকক্ষ রয়েছে ৭১০টি, যার মধ্যে ৬৭৫টি স্থায়ী ও ৩৫টি অস্থায়ী।

বিএনপির প্রার্থী মোহাম্মদ আব্দুল বারী বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। জয়পুরহাট-২ আসনের মানুষ আজ ঐক্যবদ্ধ। আগামি নির্বাচনে ব্যালটের মাধ্যমেই তারা ধানের শীষকে বিজয়ী হওয়ার প্রত্যাশা করেন।

জামায়াত প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ বলেন, আক্কেলপুর উপজেলার ভাইস চেয়ারম্যান হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছি আগামি সংসদ নির্বাচনে জয়লাভ করলে জনগনের সেবক হিসেবে কাজ করব।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/156090