সারার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে
বিনোদন ডেস্ক ঃ বলিউড অভিনেতা রণবীর সিংয়ের সঙ্গে ‘ধুরন্ধর’ সিনেমায় জুটি বেঁধেছেন সারা অর্জুন। বয়সের বিশাল ব্যবধান থাকা সত্ত্বেও পর্দায় তাদের রসায়ন ও ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বেশ আলোচনা-সমালোচনা চলছে।
তবে মেয়ের এমন সাহসী অভিনয় ও সিনেমার সাফল্য দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন সারার বাবা-মা। সিনেমাটিতে রণবীর সিংয়ের বিপরীতে ২০ বছরের ছোট সারা অর্জুনকে কাস্ট করা নিয়ে শুরু থেকেই বিতর্ক ছিল। বিশেষ করে তাদের মধ্যকার শয্যাদৃশ্য নিয়ে নেটিজেনদের মাঝে নানা প্রশ্ন ওঠে। তবে পরিচালক আদিত্য ধর জানিয়েছেন, গল্পের প্রয়োজনেই এমন কাস্টিং করা হয়েছে। এই বিতর্ক ছাপিয়ে সিনেমাটি যখন ব্যবসায়িক সাফল্য পায়, তখন মেয়ের অর্জনে আনন্দাশ্রু ধরে রাখতে পারেননি তার বাবা-মা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সারা অর্জুন জানান, পর্দায় তাকে দেখে তার বাবা-মা অত্যন্ত গর্বিত।
সারা বলেন, এমন দিনও গেছে যখন আমার অভিনয় দেখে বাবা-মা দুজনেই আনন্দে কেঁদে ফেলেছেন। সেই মুহূর্তগুলো আমার জীবনের সেরা পাওনা। পড়াশোনার সাফল্যের চেয়েও বড় পর্দায় মেয়ের এমন পারফরম্যান্স তাদের বেশি আনন্দ দিয়েছে বলে জানান এই অভিনেত্রী।
সারা এর আগে ‘পোন্নিয়ান সেলভান’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/156088