অপুর সঙ্গে দ্বৈত গান গেয়ে উচ্ছ্বসিত টুশি
অভি মঈনুদ্দীন ঃ বাংলাদেশের এই প্রজন্মের ভার্সেটাইল ও শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী অপু আমানের সঙ্গে প্রথমবার দ্বৈত গান গেয়ে ভীষণ উচ্ছ্বসিত ২০২৩ সালের ‘সেরাকন্ঠ’র সেরাদের সেরা সাবরিনা নওশীন টুশি। শ্যামল দত্তের লেখা ও মিল্টন খন্দকারের সুর সঙ্গীতে ‘সবাই মিলে খুলবো এবার..’ শিরোনামের একটি গানে অপু আমান ও টুশি কন্ঠ দিয়েছেন। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছে বাংলাদেশ চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তর। টুশি জানান, গানটি শিগগিরই বিটিভিতে প্রচার হবে। এরপর তা ইউটিউবে প্রকাশ পাবে।
অপু আমান বলেন,‘ গানটির কথা ও সুর ভীষণ ভালোলেগেছে আমার। যে কারণে গানটি গাইতে পেরে বেশ আনন্দিত আমি। টুশি ভালো গায়। এর আগেও টুশি বিটিভিতে সঙ্গীতা অনুষ্ঠানে আমারই একক সঙ্গীত পরিচালনায় শ্রদ্ধেয় মোহাম্মদ রফিক উজ জামান স্যারের কথায় গান গেয়েছে। আর এবার আমারই সঙ্গে দ্বৈত গান গাইলো। গানটির মিউজিক ভিডিওতে শিশুদের সঙ্গে সময় কাটাতে পেরে ভীষণ ভালোলেগেছে আমার। আশা করছি প্রচারে এলে শ্রোতা দর্শকের ভালোলাগবে।’
টুশি বলেন,‘ এর আগে বিটিভির সঙ্গীতা অনুষ্ঠানে অপু আমান ভাইয়ের সুরে গান গেয়েছিলাম। আর এবার সৌভাগ্য হলো তারই সঙ্গে দ্বৈত গান গাইবার। মিল্টন খন্দকার স্যারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আমাকে এই গানটি গাইবার সুযোগ করে দেবার জন্য। গানের কথা ও সুর এক কথায় ভীষণ ভীষণ সুন্দর। অপু ভাই নিঃসন্দেহে বাংলাদেশে এই প্রজন্মের একজন নন্দিত সঙ্গীতশিল্পী, পাশাপাশি একজন সুরকারও তিনি। তারসঙ্গে গাইতে পেরে সত্যিই ভীষণ উচ্ছ্বসিত আমি। গানের ব্যাপারে তিনি আমাকে কিছু দিকনির্দেশনা বা পরামর্শ দিয়েছেন যা আমার আগামীদিনে অনেক কাজে লাগবে বলেই আমার বিশ্বাস। অপু ভাইয়ের প্রতিও আমি কৃতজ্ঞ। তার স্নেহধন্য হয়েই আমি থাকতে চাই। অপু ভাইয়ের সঙ্গে এই দ্বৈত গানের প্রচারের অপেক্ষাপয় আমি।’
এদিকে অপু আমার উপমহাদেশের প্রখ্যাত গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের লেখা কয়েখটি গানের সুর করেছেন। যে গানগুলোতে তিনি নিজেও কন্ঠ দিয়েছেন, দিটি আনোয়াওর কন্ঠ দিয়েছেন। গানগুলো শিগগিরই ‘গাজা মাজহারুল আনোয়ার’ ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। অপু আমান টিভি শো, স্টেজ শোতেও এই সময়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। অনুরূপভাবে টুশিও স্টেজ শোতে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/156086