তেহরান পারমাণবিক অস্ত্রের পেছনে ছুটবে না: ইরান

তেহরান পারমাণবিক অস্ত্রের পেছনে ছুটবে না: ইরান

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই একটি ন্যায্য ও ন্যায়সঙ্গত পারমাণবিক চুক্তির জন্য তেহরান প্রস্তুত বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেন, ইরান কখনও পারমাণবিক অস্ত্রের পিছনে ছুটবে না।

শনিবার (৩১ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এর আগে মার্কিন উত্তেজনা কমাতে তুরস্ক সফরে যান আব্বাস আরাঘচি।

সফরে তিনি দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেন।বৈঠকের পরে এক্সে দেওয়া পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরান কখনও পারমাণবিক অস্ত্রের দিকে তাকায়নি এবং জনগণের বৈধ স্বার্থ পূরণ করে এমন একটি ন্যায্য ও ন্যায়সঙ্গত পারমাণবিক চুক্তি গ্রহণ করতে প্রস্তুত। এই চুক্তির আওতায় 'পারমাণবিক অস্ত্র নয়' এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টির নিশ্চয়তা দিতে হবে।

তুর্কি-ইরান দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক উদ্বেগের আঞ্চলিক বিষয়গুলো নিয়ে আলোচনায় সন্তুষ্টি প্রকাশ করেছেন আরাঘচি। তিনি পোস্টে উল্লেখ করেন, অন্যান্য ‘ভ্রাতৃপ্রতিম’ দেশগুলোর সঙ্গে আঙ্কারা এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধির জন্য তার সদয় ভূমিকা পালন করেছে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/156078