গাইবান্ধার গোবিন্দগঞ্জে গাঁজাসহ ২ নারী মাদক কারবারি গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গাঁজাসহ ২ নারী মাদক কারবারি গ্রেফতার

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, গতকাল শুক্রবার সন্ধ্যায় গোবিন্দগঞ্জ পৌর শহরের হীরক সিনেমা হল এলাকায় পুলিশ দুই নারীকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং তাদের দেহ তল্লাশি করে ১৮টি ছোট ছোট প্যাকেট উদ্ধার করে।

এরপর গাঁজাসহ নারীদের আটক করে থানায় নিয়ে আসে। গ্রেফতারকৃতরা হলো- বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার ধুনদা তালপুকুর গ্রামের রঞ্জু মিয়ার স্ত্রী আরজানা বেগম রিতা (৪৬) এবং শেরপুর উপজেলার মির্জাপুর বাজার এলাকার মনিরুজ্জামান মনির স্ত্রী জবা বেগম (৪০)।

গোবিন্দগঞ্জ থানার এস.আই আখতারুজ্জামান জানান, গ্রেফতারকৃত ২ নারীকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/156077