পঞ্চগড়ে ট্রেনে কাটা অজ্ঞাত ব্যক্তির ছিন্নভিন্ন লাশ উদ্ধার

পঞ্চগড়ে ট্রেনে কাটা অজ্ঞাত ব্যক্তির ছিন্নভিন্ন লাশ উদ্ধার

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের বোদায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত ব্যক্তি (৫৫) নিহত হয়েছে। উপজেলার ঝলই শালশিরি ইউনিয়নের ধরধরা এলাকায় রেললাইনে এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত ব্যক্তির লাশের ওপর দিয়ে আরও তিনটি ট্রেন চলাচল করেছে বলে পরবর্তীতে জানা যায়। ফলে মরদেহটি ছিন্ন ভিন্ন হয়ে যায়।

ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার আনুমানিক রাত ৯টার আগে। এ সময় স্থানীয়রা লাল পতাকা দেখিয়ে ট্রেন চলাচল সাময়িক বন্ধ করে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে হাত-পা ও শরীর বিচ্ছিন্ন অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহটি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে বোদা থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক জানান, তারা রাত ৯টায় খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। রাতেই জিআরপি পুলিশ মরদেহটি নিয়ে যায়। মরদেহটি কয়েক টুকরা হওয়ায় তাকে শনাক্ত করা যায়নি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/156074