চৌদ্দগ্রামে বিএনপি-জামায়াত সংঘর্ষে নারীসহ আহত ৭

চৌদ্দগ্রামে বিএনপি-জামায়াত সংঘর্ষে নারীসহ আহত ৭

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত সাতজন আহত হয়েছেন।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা একে অপরকে দায়ী করেছেন।

আজ শনিবার (৩১ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের হাটবাইর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন চৌদ্দগ্রাম থানার ওসি আবু মাহমুদ কাওসার হোসেন।

আহতরা হলেন- জামায়াত নেতা রবিউল হোসেন রকি, জাকারিয়া রাসেল, কাজী রাসেল ও রিফাত সানি এবং চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সহসভাপতি সোলেমান চৌধুরী। তাৎক্ষণিকভাব বাকিদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

আহতদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা জামায়াতের নির্বাচনি জনসভায় শেষে বাড়ি ফিরছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে চৌদ্দগ্রাম পাইলট উচ্চবিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর নির্বাচনি জনসভায় বক্তব্য দেন দলটির আমির শফিকুর রহমান। সমাবেশ শেষে জামায়াতের নেতাকর্মীরা ফেরার পথে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা সঙ্গে কথা-কাটাকাটি হয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/156072