নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতাকে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতাকে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পূর্ব বিরোধের জেরে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

গতকাল শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কাঞ্চন পৌরসভার ত্রিশকাহনিয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান রূপগঞ্জ থানার ওসি সবজেল হোসেন।

এ ঘটনায় আজ শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে চারজনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা করেছেন নিহতের ছেলে।

নিহত আজাহার হোসেন (৪৭) রূপগঞ্জ পৌরসভার নরাবটেক এলাকার আব্দুল খালেকের ছেলে। পেশায় অটেরিকশা চালক আজাহার পৌর স্বেচ্ছাসেবক দলের ৯ নম্বর ওয়ার্ডের সহসভাপতি ছিলেন।

আসামিরা হলেন- ত্রিশকাহনিয়া এলাকার মুগল খন্দকারের ছেলে রাজিব (৪৫), আলমগীর মোল্লার ছেলে হাসান (৩৫), টেকপাড়ার প্রয়াত আবু সাঈদের ছেলে মিলন (৪০) এবং চাঁদেরটেকের দারোগ আলীর ছেলে আবুল (৪২)। তারা যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

মামলার এজাহারে বলা হয়েছে, আসামিদের সঙ্গে আজাহারের পুরোনো বিরোধ ছিল। শুক্রবার বিকাল সোয়া ৫টার দিকে আজাহার একটি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছিলেন। পথে তার ওপর হামলা চালায় আসামিরা। এলোপাথারি কিল-ঘুষি ও চড়-থাপ্পড়ে আজাহার জ্ঞান হারান।

পরে আশপাশের লোকজন তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে মামলায় দাবি করেছেন নিহতের ছেলে মেহেদী হাসান।

ওসি সবজেল হোসেন বলেন, ঘটনাটি নিয়ে বিস্তারিত তদন্ত করছে পুলিশ। তবে শনিবার বিকাল ৫টা পর্যন্ত এ ঘটনায় কেউ গ্রেপ্তার হননি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/156070