ভৈরব রেলস্টেশনে ছিনতাইকারীর হামলায় যুবক নিহত

ভৈরব রেলস্টেশনে ছিনতাইকারীর হামলায় যুবক নিহত

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশনে ছিনতাইকারীর হামলায় শাহ আলম সুফিয়ান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার বাদে কড়িয়াইল গ্রামের মো. তাহের উদ্দিনের ছেলে।

জানা যায়, গত বুধবার রাতে এগারোসিন্দুর গোধূলি ট্রেনে ঢাকা থেকে কিশোরগঞ্জ যাচ্ছিলেন শাহ আলম সুফিয়ান। ভৈরব রেলস্টেশনে ট্রেন থেকে নামার পরপরই স্টেশন এলাকায় কয়েকজন ছিনতাইকারী তার পথরোধ করে। একপর্যায়ে ছুরি ও দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাকে গুরুতরভাবে আঘাত করে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ভৈরব পৌঁছানোর পর শাহ আলম সর্বশেষ ফোনে পরিবারের সঙ্গে যোগাযোগ করে জানান, তিনি নিরাপদে ভৈরবে পৌঁছেছেন। এরপর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। দীর্ঘ সময় যোগাযোগ না হওয়ায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধারের খবর পান তারা।

 

এ ঘটনায় হাসপাতালে নিহতের স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। নিহতের এক স্বজন বলেন, “জীবিকা ও স্বপ্ন নিয়ে বাড়ি ফিরছিল আমার ভাই। এভাবে লাশ হয়ে ফিরবে—কখনো ভাবিনি।”

ভৈরব রেলস্টেশন জেলার একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র হলেও যাত্রীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিশেষ করে রাতের বেলায় স্টেশন এলাকায় ছিনতাইকারীর উৎপাত বেড়ে গেছে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় যাত্রীদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অপরাধীদের শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

 
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/156059